ভারতরত্ন পাচ্ছেন প্রণব মুখোপাধ্যায়, ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখ
নয়াদিল্লি: ভারতরত্ন পাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মরণোত্তর ভারতরত্ন পাচ্ছেন সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা এবং প্রয়াত সমাজকর্মী তথা ভারতীয় জনসঙ্ঘের নেতা নানাজি দেশমুখ। এদিন সরকারি বিবৃতি এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়।
প্রাক্তন রাষ্ট্রপতি তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারে। তিনি লেখেন, ভারতবাসীর প্রতি গভীর নম্রতা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি এই মহান সম্মান ‘ভারতরত্ন’ গ্রহণ করতে চলেছি। আমি বারবার যা বলেছি সেকথাই আবার বলছি, দেশবাসীকে যা দিয়েছি, তাঁদের থেকে পেয়েছি অনেক বেশি।
এই তিনজনের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রাপ্তির খবরে টুইট করে তাঁদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে তিনি বলেন, প্রণবদা হলেন আমাদের সময়ের একজন অসাধারণ রাষ্ট্রনেতা। দশকের পর দশক ধরে নিঃস্বার্থ, নিরসলভাবে তিনি দেশসেবা করেছেন। দেশের সমৃদ্ধির যাত্রাপথে তিনি এক গভীর ছাপ রেখেছেন। তাঁর প্রজ্ঞা ও মেধার তুলনা অত্যন্ত বিরল। তিনি ভারতরত্ন পাওয়ায় আমি সত্যিই আনন্দিত।It is with a deep sense of humility and gratitude to the people of India that I accept this great honour #BharatRatna bestowed upon me. I have always said and I repeat, that I have got more from the people of our great country than I have given to them.#CitizenMukherjee
— Pranab Mukherjee (@CitiznMukherjee) January 25, 2019
ভূপেন হাজারিকা সম্পর্কে মোদি লেখেন, তাঁর গান ও সঙ্গীত প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ প্রশংসা করেছেন। তাঁর গানের মধ্য দিয়ে ভাতৃত্ব, সৌহার্দ্য ও ন্যয় প্রতিফলিত হত। তিনি ভারতের সঙ্গীত ঐতিহ্যকে বিশ্বজনীন করেছেন। ভূপেন দা ভারতরত্ন পাওয়ায় আমি খুশি।Pranab Da is an outstanding statesman of our times.
He has served the nation selflessly and tirelessly for decades, leaving a strong imprint on the nation's growth trajectory. His wisdom and intellect have few parallels. Delighted that he has been conferred the Bharat Ratna. — Narendra Modi (@narendramodi) January 25, 2019
আবার নানাজি সম্পর্কে মোদি লেখেন, গ্রামীণ উন্নয়ন বিষয়ে তাঁর ভূমিকা অনস্বীকার্য। গ্রামে বসবাসকারীদের ক্ষমতায়ণ ও জীবিকা উন্নয়নে তিনি নতুন দিগন্ত দেখিয়েছেন। তিনি তাঁর বিনম্রতা, সহমর্মিতা ও সমাজের নিচুস্তরে বসবাসকারীদের জন্য পরিষেবা প্রদানের মাধ্যমে পরিচিত ছিলেন। তাঁর ভারত রত্ন প্রাপ্তি সত্যিই অর্থবহ।The songs and music of Shri Bhupen Hazarika are admired by people across generations. From them radiates the message of justice, harmony and brotherhood.
He popularised India's musical traditions globally. Happy that the Bharat Ratna has been conferred on Bhupen Da. — Narendra Modi (@narendramodi) January 25, 2019
Nanaji Deshmukh's stellar contribution towards rural development showed the way for a new paradigm of empowering those living in our villages.
He personifies humility, compassion and service to the downtrodden. He is a Bharat Ratna in the truest sense! — Narendra Modi (@narendramodi) January 25, 2019