PUBG Mobile: ভারতে ফিরল পাবজি, ডাউনলোড করা যাচ্ছে গুগল প্লে স্টোর থেকে
Battlegrounds Mobile India: PUBG Available On Google Play Store. | গত বছর নিষিদ্ধ হওয়ার পর এবার ভারতে ফিরল পাবজি মোবাইল গেম।
নয়াদিল্লি: গত বছর গালওয়ানে ভারত-চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর শতাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে পাবজি মোবাইল গেমও ছিল। তবে এবার ভারতে ফিরল পাবজি। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে এই অ্যাপ।
সোশ্যাল মিডিয়ায় পাবজি গেম ডেভলপার্সদের পক্ষ থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে, ‘ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ওপেন বিটা ভার্সন এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। http://bit.ly/BATTLEG_OPENBETA_FB-এই লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড করা যাবে গেমটি। তবে যদি এই লিঙ্কে ক্লিক করে গেমটি না পাওয়া যায়, তাহলে চিন্তার কোনও কারণ নেই। আরও অনেক উপায় রয়েছে। https://play.google.com/apps/testing/com.pubg.imobile/join, https://play.google.com/store/apps/details?id=com.pubg.imobile&hl=en_US&... লিঙ্ক থেকেও ডাউনলোড করা যাবে গেমটি। এই গেমটির উন্নত সংস্করণ শীঘ্রই পাওয়া যাবে। গেমটির চূড়ান্ত সংস্করণও পাওয়া যাবে।’
ভারতে নতুন করে পাবজি লঞ্চ করার অনুমতি দেওয়া হয়েছে, কারণ চিনা সংস্থা টেনসেন্টের সঙ্গে আর কোনও যোগ নেই দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটনের। তবে অন্য দেশগুলিতে টেনসেন্টের সঙ্গে যৌথভাবেই পাবজি চালাচ্ছে ক্র্যাফটন। এই বিষয়টি নিয়েই আপত্তি জানিয়েছেন বেশ কয়েকজন রাজনীতিবিদ। তাঁদের মধ্যে আছেন তেলঙ্গানার সাংসদ ধর্মপুরী অরবিন্দ, মহারাষ্ট্রের গড়চিরৌলির সাংসদ অশোক নেতে ও বিজেপি-র জাতীয় মুখপাত্র সুরেশ নাখুয়া।
এই রাজনীতিবিদদের দাবি, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি ‘ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ নতুন করে তৈরি করে ভারতে লঞ্চ করার আগে জানিয়েছে, চিনের সংস্থা টেনসেন্টের সঙ্গে তাদের আর কোনও সম্পর্ক নেই। কিন্তু অন্য দেশগুলিতে ক্র্যাফটন ও টেনসেন্ট একসঙ্গে পাবজি চালাচ্ছে। ফলে ভারতে নতুন করে পাবজি চালু করার অনুমতি দেওয়ার বিষয়টি উদ্বেগের। পাবজির নতুন সংস্করণে কিছু বদল আনার কথা বলা হচ্ছে, কিন্তু যেভাবে এটিকে পাবজির ভারতীয় সংস্করণ বলা হচ্ছে, সেই দাবি বিভ্রান্তিকর।
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভিরও দাবি, ভারতে নতুন করে পাবজি চালু করার অনুমতি দিয়ে তরুণ প্রজন্মকে বিপথে চালিত করছে কেন্দ্রীয় সরকার।