এক্সপ্লোর
Advertisement
ডাক্তাররা বলেছেন, করোনা নয়, তবুও মিথ্যা সংক্রমণের ভয়ে বিষ খেয়ে আত্মঘাতী বৃদ্ধা
করোনাভাইরাস ভীতি যে কীভাবে মানুষ, বিশেষত বৃদ্ধ-প্রৌঢ়দের মন, গ্রাস করেছে, তার নমুনা পঞ্জাবের ফাগোয়ারার এই বৃদ্ধার কাণ্ড। করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন, এই ভয় ঢুকে গিয়েছিল তাঁর ভিতরে, বিষাক্ত বস্তু খেয়ে আত্মহত্যা করেছেন তিনি।
নয়াদিল্লি: করোনাভাইরাস ভীতি যে কীভাবে মানুষ, বিশেষত বৃদ্ধ-প্রৌঢ়দের মন, গ্রাস করেছে, তার নমুনা পঞ্জাবের ফাগোয়ারার এই বৃদ্ধার কাণ্ড। করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন, এই ভয় ঢুকে গিয়েছিল তাঁর ভিতরে, বিষাক্ত বস্তু খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। সন্তোষকুমার নামে খুরমপুর গ্রামের ৬০ বছরের মহিলার গলায় কোনও সমস্যা হচ্ছিল। ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে আশ্বস্ত করেন, কিচ্ছু হয়নি, তিনি দিব্যি ভালো ও সুস্থ, স্থিতিশীল আছেন, গলাটা একটু ফুলেছে শুধু, কিন্তু তাঁর মন থেকে কিছুতেই ভীতি দূর করা যায়নি। তিনি নিজের ঘরে সেলফোস নামে এক জাতীয় কীটনাশক খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্তোষের ভয় ছিল, হয়তো তাঁর থেকে ছেলেমেয়েদের মধ্যেও করোনাভাইরাস সংক্রমণ হবে। তাই তিনি নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement