এক্সপ্লোর
Advertisement
মোদীকে জন্মদিনের শুভেচ্ছা রাহুলের, তামিলনাড়ুতে সদ্যোজাতকে সোনার আংটি বিজেপি সমর্থকের, ৫৬৮ কেজির লাড্ডু দিলেন দুই কেন্দ্রীয়মন্ত্রী
নয়াদিল্লি: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রয়েছে মোদীর জন্মদিন সংক্রান্ত হ্যাসট্যাগ। দলীয় সমর্থকরাতো বটেই, বিরোধী দলনেতা, নেত্রীরাও প্রত্যেকে মোদীকে জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে তাঁর সুস্থতা এবং শান্তি কামনা করেছেন।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী থেকে শুরু করে দক্ষিণের বিভিন্ন নেতারা মোদীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। টুইটারে রাহুল মোদীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্থতা এবং শান্তি কামনা করেছেন। যদিও রাজনীতির ময়দানে তাঁরা একে অপরকে কটাক্ষ, আক্রমণ করতে পিছপা হন না। ২০১৪ সাল থেকে এই দ্বন্দ্বের শুরু। এদিকে যত এগিয়ে আসছে ২০১৯ সালের লোকসভা নির্বাচন ততই বাড়ছে মোদী-গাঁধী রাজনৈতিক লড়াই।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এবং অপর কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি একটি ৫৬৮ কেজির লাড্ডু উন্মোচন করলেন। আজ স্বচ্ছতা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত প্রকল্পের উচ্ছ্বসিত প্রশংসা করে তাঁরা বলেন, মোদীর অনুপ্রেরণাতেই গত চার বছরে দেশে স্বচ্ছতা সংক্রান্ত কর্মকাণ্ড অনেকাংশে বেড়ে গিয়েছে। এদিকে জন্মদিনের সারাটা দিন মোদী তাঁর লোকসভা কেন্দ্র বারাণসীতেই রয়েছেন। বিজেপি আজ থেকে আগামী সাতদিন সেভা শপথ সপ্তাহ হিসেবে পালন করবে। তামিলনাড়ুতে এক বিজেপি সমর্থক এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ আজকে জন্ম হওয়া এক সদ্যোজাতকে সোনার আংটি উপহার দিয়েছেন। প্রসঙ্গত, সেখানকার রাজ্য বিজেপি ঘোষণা করেছিল, আজকের দিনে যে সদ্যোজাতই জন্মাবে, তাকেই সোনার আংটি উপহার দেওয়া হবে। মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানস্বামী, বিরোধী নেতা স্ট্যালিন, পুদুচেরীর রাজ্যপাল কিরণ বেদী সহ অন্যান্যরা।Happy Birthday to our PM, Narendra Modi ji! Wishing him good health and happiness always.@narendramodi
— Rahul Gandhi (@RahulGandhi) September 17, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement