এক্সপ্লোর
লোকে বলছে, গলি গলি মে শোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়! মোদীকে ফের তোপ রাহুলের

দুঙ্গারপুর (রাজস্থান): নরেন্দ্র মোদীকে আক্রমণ করা থেকে বিরত থাকছেন না রাহুল গাঁধী। আজ এখানে জনসভায় তিনি বললেন, আজকাল লোকজনকে ‘চৌকিদার’কে ‘চোর’ বলতে শোনা যাচ্ছে। ফ্রান্সের সঙ্গে ভারতের রাফাল ডিল নিয়ে প্রধানমন্ত্রী ‘নীরব’ বলে কটাক্ষ করেন রাহুল, পলাতক শিল্পপতি বিজয় মাল্যকে মোদী সরকার দেশে ফিরিয়ে এনে সাজা দিতে ব্যর্থ বলেও অভিযোগ করেন। বলেন, মোদী বলেছিলেন, তিনি দেশের প্রধানমন্ত্রী নন, মানুষের ‘চৌকিদার’ হতে চান। আর এখন তো পথেঘাটে মানুষকে বলতে শোনা যাচ্ছে, চৌকিদার আসলে চোর। হিন্দিতে রাহুল মন্তব্য করেন, গলি গলি মে শোর হ্যায়, হিন্দুস্থান কা চৌকিদার চোর হ্যায়! রাজস্থানে চলতি বছরের শেষে বিধানসভা ভোটের আগে কংগ্রেস সভাপতি আদিবাসী অধ্যুষিত সাগওয়ারা এলাকায় প্রধানমন্ত্রীকে এভাবে আক্রমণ করায় পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি নিন্দার সুরে বলেছেন, এ থেকেই স্পষ্ট, প্রধানমন্ত্রী পদের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই ওনার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন


















