এক্সপ্লোর
Advertisement
বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনের জেরে ৮৪ কোটি টাকার ক্ষতি, জানাল রেল
চার সপ্তাহ পরে ফের এ বিষয়ে শুনানি হবে।
কলকাতা: গত মাসে পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জীর বিরুদ্ধে আন্দোলনের ফলে ৮৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কলকাতা হাইকোর্টে দেওয়া রিপোর্টে জানাল রেল। চার সপ্তাহ পরে ফের এ বিষয়ে শুনানি হবে।
১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে উলুবেড়িয়া, মালদা, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেলস্টেশনে ভাঙচুর, ট্রেনে আগুন লাগানো, পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। ক্ষতিপূরণ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন ও বিচারপতি এ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে।
হলফনামা দিয়ে পূর্ব রেল জানায়, তাদের ৭২.২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিয়ালদা শাখায়। সেখানে ক্ষতির পরিমাণ ৪৬ কোটি টাকা। মালদা শাখায় ২৪.৫ কোটি টাকা এবং হাওড়া শাখায় এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে পৃথক এক হলফনামা দিয়ে জানানো হয়েছে, ট্রেন, স্টেশন, রেললাইন ভাঙচুর করা হয়েছে। মোট ক্ষতি ১২.৭৫ কোটি টাকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement