এক্সপ্লোর
Advertisement
শিরডির সাইবাবা মন্দিরে কয়েন রাখার জায়গা নেই, ব্যাঙ্কগুলিকে জমা নিতে হবে, নির্দেশ আরবিআই-এর
আজ নবি মুম্বইয়ে শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্ট ও ব্যাঙ্কগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রিজার্ভ ব্যাঙ্কের কর্তারা।
শিরডি: মহারাষ্ট্রের শিরডি সাইবাবা মন্দিরের দানপাত্রে প্রতিদিন ভক্তরা যে কয়েন দিচ্ছেন, সেগুলি জমা নিতে হবে বলে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক। কয়েকটি ব্যাঙ্ক রাখার জায়গার অভাবে এত কয়েন জমা নেওয়ার ক্ষেত্রে অসুবিধার কথা জানিয়েছিল। তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, কয়েন জমা নিতেই হবে।
আজ নবি মুম্বইয়ে শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্ট ও ব্যাঙ্কগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রিজার্ভ ব্যাঙ্কের কর্তারা। এই বৈঠকের পর শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্টের সিইও দীপক মুগলিকর জানিয়েছেন, ব্যাঙ্কের পক্ষ থেকে কয়েন জমা রাখার জন্য অস্থায়ী ব্যবস্থা হিসেবে তাঁরা উপযুক্ত নিরাপত্তা ও সিসিটিভি সহ একটি ঘর দিতে পারেন। রিজার্ভ ব্যাঙ্ক সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে।
প্রতি সপ্তাহে দু’বার শিরডি সাইবাবা মন্দিরের দানপাত্রে জমা পড়া টাকা গোণা হয়। গড়ে পাঁচ লক্ষ টাকার কয়েন পাওয়া যায়। গত বছর এই মন্দিরে মোট ১৬৫ কোটি টাকা জমা পড়েছিল। তার মধ্যে কয়েন ছিল চার কোটি টাকার। ১১টি ব্যাঙ্কে দেড় কোটি টাকার কয়েন জমা রেখেছে শ্রী সাইবাবা সংস্থান ট্রাস্ট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement