এক্সপ্লোর
Advertisement
ভারতে প্রত্যাবর্তন ঘটতে পারে পাবজি-র, ডিস্ট্রিবিউশন নিয়ে কথা চলছে জিও-র সঙ্গে
ভারত সরকার কিছুদিন আগেই পপুলার গেম পাবজি দেশে নিষিদ্ধ করেছে। এজন্য হতাশ পাবজি-প্রেমীরা। এবার তাঁদের জন্য সুখবর। খুব শীঘ্রই দেশে ফিরতে পারে। পাবজি মূলত দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লু হোল স্টুডিও-র গেম।
নয়াদিল্লি: ভারত সরকার কিছুদিন আগেই জনপ্রিয় গেম পাবজি দেশে নিষিদ্ধ করেছে। এজন্য হতাশ পাবজি-প্রেমীরা। এবার তাঁদের জন্য সুখবর। খুব শীঘ্রই দেশে ফিরতে পারে। পাবজি মূলত দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লু হোল স্টুডিও-র গেম। ভারতে নিষিদ্ধ হওয়ার পর চিনা কোম্পানি টেনসেন্টের কাছ থেকে পাবজি-র ফ্র্যাঞ্চাইজি প্রত্যাহার করে নিয়েছে। এখন রিলায়েন্স জিও-র সঙ্গে ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা চলছে বলে খবর।
ব্লু হোল স্টুডিও-র এক ব্লগপোস্টের মাধ্যমে জানা গেছে, কোম্পানি ভারতে গেমের ডিস্ট্রিবিউশনের জন্য রিলায়েন্স জিও-র সঙ্গে চুক্তি করতে চাইছে। এই সমঝোতার ব্যাপারে কথাবার্তা আপাতত শুরু হয়েছে। যদিও এ ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি।
সম্প্রতি ইউজারদের সঙ্গে সঙ্গে দেশের সুরক্ষার পক্ষে বিপজ্জনক হিসেবে উল্লেখ করে ১১৮ মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। এই অ্যাপগুলির মধ্যে মধ্যে বেশ কিছু বড় নামও রয়েছে। ভারতে জনপ্রিয় লুডো ও ক্যারামের মতো গেমস অ্যাপও এর আওতায় এসেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement