Republic Day 2022: প্রজাতন্ত্র দিবসে হামলার আশঙ্কা, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে নিষিদ্ধ ড্রোন
Delhi Police: সম্প্রতি গাজিপুরে ফুলের মার্কেট থেকে বিস্ফোরক উদ্ধার হওয়ায় প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি-এনসিআর অঞ্চলের নিরাপত্তার উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে। নতুন নির্দেশিকা জারি করেছে পুলিশ।
নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই কুচকাওয়াজের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। সে কথা মাথায় রেখে নিরাপত্তার উপর জোর দেওয়া হচ্ছে। আজ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে ড্রোন, চালকবিহীন উড়ান, প্যারাগ্লাইডার, হট এয়ার বেলুন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা এক নির্দেশিকায় জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে প্যারাগ্লাইডার, প্যারামোটর্স, হ্যাং গ্লাইডার্স, চালকবিহীন উড়ান, মাইক্রোলাইট এয়ারক্র্যাফট, রিমোটলি পাইলটেড এয়ারক্র্যাফট, হট এয়ার বেলুন, ছোট আকারের উড়ান নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে, অপরাধী, সমাজবিরোধী বা সন্ত্রাসবাদীরা হামলা চালাতে পারে। সেই কারণেই এই সময় নিরাপত্তার উপর জোর দেওয়া হচ্ছে। আপাতত ২৭ দিন এই নিষেধাজ্ঞা জারি থাকছে। পরিস্থিতি অনুযায়ী এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে। এই সময়ের মধ্যে কেউ যদি উড়ান সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করেন, তাহলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুসারে সাজা দেওয়া হবে।
প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লি পুলিশের পক্ষ থেকে দিল্লি-এনসিআর অঞ্চলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সম্ভাব্য জঙ্গি হামলা ঠেকাতে রাজপথে বিশেষ প্রযুক্তিযুক্ত ৩০০ ক্যামেরা লাগানো হয়েছে। ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বন্ধ থাকবে লালকেল্লা।
কয়েকদিন আগেই গাজিপুর ফুলের বাজার থেকে আইইডি উদ্ধার করেছে এনএসজি। উদ্ধার হওয়া বিস্ফোরকের পরিমাণ প্রায় তিন কিলো। জনবহুল অঞ্চলে এত পরিমাণে বিস্ফোরক উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে বিস্ফোরক উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে।
প্রতিবারই স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের আগে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়। তবে এবারেরপরিস্থিতি ভিন্ন। এবার যেহেতু গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছে, সেই কারণে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।