এক্সপ্লোর
Advertisement
এইমসের ট্রমা সেন্টারে আবাসিক চিকিৎককে নিগ্রহ, মঙ্গলবার বিকেল পর্যন্ত ধর্মঘটে সহকর্মীরা
এইমস জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারের জরুরি বিভাগে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই ঘটে। আরডিএ-র সভাপতি ডাক্তার অমরিন্দর সিংহ মালহি বলেছেন, ওই সময় পায়ে আঘাত নিয়ে হাসপাতালে আসেন এক রোগী। তিনি তাঁর সঙ্গীদের নিয়ে হাসাপাতালে পৌঁছন।
নয়াদিল্লি: দিল্লির এইমসের ট্রমা সেন্টারের জরুরি বিভাগের এক জুনিয়র আবাসিক চিকিত্সককে রোগীর সঙ্গীরা গালিগালাজ ও নিগ্রহ করেছেন বলে অভিযোগ। গত রবিবার রাতের ওই ঘটনার পর নিগৃহীত চিকিত্সকের সহকর্মীরা মঙ্গলবার সকাল পর্যন্ত জরুরি নয়, এমন সমস্ত পরিষেবা বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছেন।
এইমসের আবাসিক চিকিত্সকদের অ্যাসোসিয়েশন (আরডিএ) জানিয়েছে, সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত বহির্বিভাগ, নিয়মমাফিক অপারেশন থিয়েটার ও ওয়ার্ড পরিদর্শনের মতো কাজ বন্ধ থাকবে। যদিও আইসিইউ, ক্যাজুয়ালটি ও লেবাররুম সংক্রান্ত পরিষেবা বহাল থাকবে।
উল্লেখ্য, কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মৃত রোগীর আত্মীয়দের হাতে দুই জুনিয়র চিকিত্সকের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিত্সকরা গত মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করেছেন। তাঁদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাতে সারা দেশের চিকিত্সাকর্মীরা প্রতিবাদ জানাচ্ছেন। এই ঘটনার প্রেক্ষাপটেই এইমসে জুনিয়র চিকিত্সক নিগ্রহের ঘটনা ঘটল।
এইমস জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারের জরুরি বিভাগে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই ঘটে। আরডিএ-র সভাপতি ডাক্তার অমরিন্দর সিংহ মালহি বলেছেন, ওই সময় পায়ে আঘাত নিয়ে হাসপাতালে আসেন এক রোগী। তিনি তাঁর সঙ্গীদের নিয়ে হাসাপাতালে পৌঁছন। ওই সময় কর্তব্যরত চিকিত্সক এক গুরুতর অসুস্থ রোগীকে দেখছিলেন। কিন্তু ওই পায়ের আঘাত নিয়ে আসা রোগীর সঙ্গীরা তাঁকে অবিলম্বে দেখার দাবি জানান। কর্তব্যরত চিকিত্সক জানান যে, তিনি একজন গুরুতর অসুস্থ রোগীকে দেখছেন। এজন্য তিনি তাঁদের অপেক্ষা করতে বলেন। সেইসঙ্গে জানান, আহত ব্যক্তিকে তিনি অবশ্যই দেখবেন। কিন্তু সঙ্গীরা ওই চিকিত্সককে গালিগালাজ করেন এবং নিগ্রহও করেন।
আরডিএ তাদের বিবৃতিতে হাসপাতালগুলিতে চিকিত্সক ও চিকিত্সা কর্মীদের ওপর হিংসার ঘটনা রুখতে একটি সর্বাত্মক কেন্দ্রীয় আইন প্রণয়নের দাবি জানিয়েছে।
এইমসের চিকিত্সকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, চিকিত্সকের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজের জন্য দুজনকে আটক করা হয়েছে। তৃতীয় ব্যক্তি ফেরার।
এর আগে রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে এইমসের চিকিত্সকরা দেশজোড়া প্রতিবাদে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু রবিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁরা সোমবার দুপুর থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত জরুরি নয়, এমন সমস্ত পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন। সকাল আটটা থেকে নয়টার মধ্যে এইমসের চিকিত্সকরা একটি প্রতিবাদ মিছিলও করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement