এক্সপ্লোর
Advertisement
‘অসু্স্থ’ পর্রীকরকে গোয়ার মুখ্যমন্ত্রী পদে রেখে দেওয়া বিজেপির ‘নিষ্ঠুরতা’, ‘অমানবিক রাজনীতি’, তোপ শিবসেনার
মুম্বই: ‘অসু্স্থ’ হওয়া সত্ত্বেও মনোহর পর্রীকরকে গোয়ার মুখ্যমন্ত্রী পদে রেখে দেওয়াকে বিজেপির ‘নিষ্ঠুরতা’, ‘অমানবিক রাজনীতি’ বলল শিবসেনা। উদ্ধব ঠাকরের দলের কটাক্ষ, ওরা ভয় পাচ্ছে, গোয়া হাতছাড়া হবে।
৬২ বছরের পর্রীকর দিল্লির এইমসে চিকিত্সাধীন রয়েছেন। প্যাংক্রিয়াসের অসুখে ভুগছেন তিনি। তাঁর অনুপস্থিতিতে রাজ্যে অরাজকতা, ডামাডোল চলছে বলে অভিযোগ করে শিবসেনা বলেছে, মুখ্যমন্ত্রী পদে যোগ্য লোক হাতের কাছে নেই বলে কে পর্রীকরের বদলি হবেন, তা নিয়ে হিমশিম খাচ্ছে বিজেপি। শিবসেনা মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে বলা হয়েছে, পর্রীকরকে মুখ্যমন্ত্রী রেখে দিয়ে সরকার চালিয়ে শুধু গোয়া নয়, ওঁর প্রতিও অবিচার করা হচ্ছে। জোর করে পদটা তাঁর ওপর চাপিয়ে দেওয়া নিষ্ঠুরতা, অমানবিক রাজনীতি।
আগামী বছরের লোকসভা নির্বাচন পর্যন্ত পর্রীকরকে খাড়া করে বিজেপি সময় হাতে রাখছে বলে দাবি করেছে উদ্ধব ঠাকরের দল। তারা বলেছে, ওনার স্বাস্থ্য ভেঙে গিয়েছে, এখন ওনার ওপর মানসিক চাপ ঠিক নয়। কিন্তু বিজেপি হাইকম্যান্ডকে কে এটা বোঝাবে? পর্রীকরের স্বাস্থ্যের চেয়েও গোয়া হাতছাড়া হওয়ার ভয়ে ওরা বেশি বিচলিত। গোয়াকে সাফল্যের মানচিত্রে ধরে রাখতে হবে, এটাই বিজেপির লক্ষ্য। কেন্দ্র, মহারাষ্ট্রে বিজেপির শরিক শিবসেনা বলেছে, মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা পার্টির জন্য নয়, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কাজ করেন।
অসুস্থ পর্রীকরকে কতদিন মুখ্যমন্ত্রী পদে বহাল রাখা হবে, তা নিয়ে জল্পনার মধ্যেই দিনকয়েক আগে দলের রাজ্য নেতা ও শরিক নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় নেতাদের কয়েকজনকে পানাজিকে পাঠিয়েছিলেন অমিত শাহ। তাঁরা রিপোর্ট দেওয়ার পর রবিবারই বিজেপি সভাপতি পর্রীকরকে সরানোর সম্ভাবনা উড়িয়ে দেন।
কংগ্রেস বরাবর দাবি করছে, গোয়ায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারে অশান্তি চলছে, বিধানসভায় আস্থা ভোট হোক। তার মধ্যেই গতকাল পর্রীকর দুজন মন্ত্রীকে সরিয়ে নতুন মুখ এনে সামান্য রদবদল করেন পর্রীকর।
এদিকে পর্রীকর সরকারকে সমর্থনকারী নির্দল বিধায়ক প্রসাদ গাঁওকর বিজেপি-জোট সরকারের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করে সরকার পরিচালিত একটি নিগমের চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন। তাঁর দাবি, অসুস্থ, চিকিত্সাধীন পর্রীকরের অনুপস্থিতিতে গোটা রাজ্য প্রশাসন অচল হয়ে গিয়েছে। তাহলে কি তিনি এবার রাজ্য সরকারের প্রতিও সমর্থন তুলতে চলেছেন, প্রশ্ন করা হলে গাঁওকর বলেন, সরকারের ব্যাপারে যা-ই করি, ভোটারদের মতামত নিয়েই করব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement