নিরাপত্তারক্ষীদের বলিদান বৃথা যাবে না, বলছেন মোদি, বদলা নেব, হুঙ্কার রিজিজুর
Attack on CRPF personnel in Pulwama is despicable. I strongly condemn this dastardly attack. The sacrifices of our brave security personnel shall not go in vain. The entire nation stands shoulder to shoulder with the families of the brave martyrs. May the injured recover quickly.
— Narendra Modi (@narendramodi) February 14, 2019
এই জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৩০ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ বিষয়ে ট্যুইট করে মোদি বলেছেন, ‘পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপর হামলা ঘৃণ্য ঘটনা। আমি এই কাপুরুষোচিত হামলার কঠোর নিন্দা করছি। আমাদের সাহসী নিরাপত্তারক্ষীদের বলিদান বৃথা যাবে না। শহিদ পরিবারগুলির পাশে থাকা উচিত গোটা দেশের। জখম জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
Spoke to Home Minister Rajnath Singh Ji and other top officials regarding the situation in the wake of the attack in Pulwama.
— Narendra Modi (@narendramodi) February 14, 2019
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ট্যুইট করে বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হওয়া সিআরপিএফ জওয়ানদের জন্য প্রার্থনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কাপুরুষোচিত হামলার জবাব দেওয়া হবে। আমরা অবশ্যই বদলা নেব।’
जम्मू-कश्मीर के पुलवामा में आतंकी हमले में शहीद हुए भारत के वीर @crpfindia जवानों को श्रद्धांजलि और घायलों के शीघ्र स्वस्थ होने की प्रार्थना करता हूं। इस कायराना हमले का जवाब जरूर दिया जाएगा। पूरी तरह से बदला लेंगे।
— Kiren Rijiju (@KirenRijiju) February 14, 2019
বিজেপি সভাপতি অমিত শাহও এই হামলার নিন্দা করে ট্যুইটে বলেছেন, ‘পুলওয়ামায় আমাদের সেনা জওয়ানদের উপর জঙ্গি হামলার শোক ভাষায় প্রকাশ করা যাবে না। এটা কাপুরুষোচিত হামলা। শহিদ পরিবারগুলিকে সমবেদনা জানাই। এই ধরনের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর অবস্থান দৃঢ় থাকবে এবং তাদের হারাবে।’
Pained beyond words by the terror attack on our soldiers in Pulwama (J&K). It is an act of cowardice. My deepest condolences are with the families of our soldiers who have lost their lives. Our forces will remain firm against such acts of terror and defeat them.
— Amit Shah (@AmitShah) February 14, 2019