এক্সপ্লোর
৩৭০ অনুচ্ছেদ বাতিলকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ পিটিশনের শুনানি হবে ৫ বিচারপতির বেঞ্চে, নির্দেশ প্রধান বিচারপতির, কেন্দ্রকে নোটিশ
৩৭০ অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বুধবার এ ব্যাপারে শুনানিতে পিটিশনগুলি সংবিধান বেঞ্চে শুনানির জন্য পাঠাতে নির্দেশ দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে সংবিধানের ৩৭০ ধারা অনুচ্ছেদ বাতিলের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে পেশ করা একগুচ্ছ পিটিশনের শুনানি হবে শীর্ষ আদালতের ৫ বিচারপতির বেঞ্চে, অক্টোবরের গোড়ায়। ৩৭০ অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বুধবার এ ব্যাপারে শুনানিতে পিটিশনগুলি সংবিধান বেঞ্চে শুনানির জন্য পাঠাতে নির্দেশ দেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ৩৭০ অনুচ্চেদ বাতিলের বিরুদ্ধে পেশ করা পিটিশনের ব্যাপারে কেন্দ্র ও জম্মু-কাশ্মীর প্রশাসনকেও নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে দলীয় নেতা মহম্মদ ইউসুফ তারিগামিকে জম্মু ও কাশ্মীরে যাওয়ার অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত। এর আগে শ্রীনগর বিমানবন্দর থেকেই ইয়েচুরি ও সিপিআই শীর্ষ নেতা ডি রাজাকে ফেরত পাঠিয়েছিল প্রশাসন। তাঁদের শ্রীনগরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। শুনানির সময় কেন্দ্রের তরফে সওয়াল করা হয়, যেহেতু অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল ও সলিসিটর জেনারেল আদালতে হাজির থাকছেন, তাই এ ব্যাপারে নোটিস জারির প্রয়োজন নেই। কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ এই বক্তব্য মানতে চায়নি। কেন্দ্রের হয়ে সবচেয়ে শীর্ষ আইনি অফিসার তুষার মেহতা কয়েকবার আদালতকে আনুষ্ঠানিক নোটিস জারি না করার আবেদন করেন, বলেন, শীর্ষ আদালতের নোটিশের প্রতিক্রিয়া ‘সীমান্তের ওপারে পড়তে পারে’। এর অপব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সরকারকে টার্গেট করতে আদালতের এই নোটিশকে রাজনৈতিক নেতারা ব্যবহার করতে পারে বলেও অভিমত জানান তিনি। বলেন, এই ইস্যুতে যা-ই ঘটে, তার ব্যবহার করেন রাজনৈতিক নেতারা। কিন্তু তাঁর যুক্তি মানতে চায়নি বেঞ্চ। তারা বলে, বিষয়টি আমরা ৫ বিচারপতির সংবিধান বেঞ্চে রেফার করব। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এই আদালতে যেসব কথা হয়, সব রাষ্ট্রপুঞ্জে পাঠানো হয়। দুপক্ষের কৌঁসুলিদের মধ্যে বাক্যবিনিময়ের মধ্যেই বেঞ্চ বলে, আমরা জানি কী করতে হয়, আমরা নির্দেশ দিয়েছি। সেটা বদল করছি না। (বিস্তারিত একটু পরেই)
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















