এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরে সন্ত্রাসবাদে অর্থ ঢালার মামলায় বিদেশ থেকে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হিজবুল প্রতিষ্ঠাতা সালাউদ্দিনের আরেক ছেলেও
শ্রীনগর: বিশ্বজুড়ে ওয়ান্টেড সন্ত্রাসবাদী ঘোষিত সৈয়দ সালাউদ্দিনের ছেলে সঈদ শাকিল ইউসুফকে গ্রেফতার করল এনআইএ। দিল্লিতে জনৈক এনআইএ মুখপাত্র জানান, শাকিলকে শ্রীনগরের রামবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এখানকার একটি নামী সরকারি হাসপাতালে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত শাকিলের বিরুদ্ধে ২০১১ সালের সন্ত্রাসবাদে অর্থ ঢালার এক মামলায় বাবার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়া হল। পুলিশ ও সিআরপিএফের সঙ্গে মিলে এনআইএ এদিন সকালে এক অভিযানে তাঁকে গ্রেফতার করে বলে জানান মুখপাত্রটি। দিল্লির এক আদালত থেকে জামিন-অযোগ্য পরোয়ানা সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁরা।
এই নিয়ে হিজবুল মুজাহিদিন প্রতিষ্ঠাতা সালাউদ্দিনের দুই ছেলেকে কাশ্মীর উপত্যতায় সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করল এনআইএ। গত জুনে একই মামলায় গ্রেফতার করা হয় সালাউদ্দিনের আরেক ছেলে শাহিদকে, যিনি জম্মু ও কাশ্মীর সরকারের এগ্রিকালচারাল দপ্তরের কর্মী ছিলেন।
এনআইএ মুখপাত্রটি জানান, সক্রিয় ক্যাডারদের মাধ্যমে সৌদি আরবের সন্ত্রাসবাদী সংগঠনের কাছ থেকে অর্থ সংগ্রহ, টাকাপয়সা তোলায়ও শাকিলের ভূমিকা তদন্তে সামনে এসেছে। ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একাধিকবার টাকা পেয়েছেন তিনি। সেই অর্থ পাঠিয়েছিল চার্জশিটপ্রাপ্ত পলাতক অভিযুক্ত আইজাজ আহমেদ ভাট ওরফে আইজাজ মকবুল ভাট।
এনআইএ-র দাবি, শাকিল জেরার জন্য তলব পাঠানো সত্ত্বেও না আসায় বিশেষ এনআইএ আদালত থেকে তার বিরুদ্ধে বাধ্য হয়ে জামিন অযোগ্য পরোয়ানা বের করতে হয়েছে তাদের। তাকে নয়াদিল্লি নিয়ে আসা হয়েছে। তাকে হেফাজতে রেখে জেরার জন্য বিশেষ এনআইএ আদালতে পেশ করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement