এক্সপ্লোর
Advertisement
কুলদীপ সেনগারকে আগেই দল থেকে সাসপেন্ড করা হয়েছে, দাবি উত্তরপ্রদেশের বিজেপি সভাপতির
হাসপাতালের মুখপাত্র সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, দুর্ঘটনায় আহত দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক।
লখনউ: উন্নাওয়ে এক তরুণীকে ধর্ষণে অভিযুক্ত বিধায়ক কুলদীপ সেনগারকে অনেক আগেই দল থেকে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি করলেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহ। তিনি সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, ‘আগেই সেনগারকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। দল ও সরকারে তাঁর অবস্থানের কোনও বদল হয়নি। দল ও সরকার উন্নাওয়ের নির্যাতিতার পাশে আছে। তাঁর চিকিৎসায় সবরকম সাহায্য করা হচ্ছে।’
উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মাও আজ জানিয়েছেন, সেনগারকে অনেক আগেই দল থেকে সাসপেন্ড করা হয়েছে। হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহত দু’জনের সঙ্গে দেখা করেন তিনি। এরপর তিনি বলেন, ‘সেনগারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সবরকম সাহায্য করছে সরকার। প্রয়োজন হলে সেরা চিকিৎসক আনা হবে। আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। দুর্ঘটনাগ্রস্ত পরিবারের ইচ্ছানুসারে এফআইআর দায়ের করা হয়েছে।’
অন্যদিকে, হাসপাতালের মুখপাত্র সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, দুর্ঘটনায় আহত দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। তাঁরা দু’জনেই আইসিইউ-তে আছেন। তাঁদের ভেন্টিলেটরে রাখা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement