এক্সপ্লোর
Advertisement
তাড়া করে ঢিল ছুঁড়ল একদল লোক, পাহাড়ের ঢালে গড়িয়ে জলের স্রোতে পড়ে গেল ভালুক, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল
জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় একটি ভালুককে লক্ষ্য করে ঢিল ছুঁড়ছে কিছু মানুষ। আর এর জেরে পাহাড়ের ঢাল থেকে গড়িয়ে জলের স্রোতে পড়ে যাচ্ছে একটি ভালুক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই একটি ভিডিও দেখে স্তম্ভিত পশুপ্রেমীরা। ভিডিও প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালুকটির হদিশ পাওয়ার চেষ্টা শুরু করেছে।
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় একটি ভালুককে লক্ষ্য করে ঢিল ছুঁড়ছে কিছু মানুষ। আর এর জেরে পাহাড়ের ঢাল থেকে গড়িয়ে জলের স্রোতে পড়ে যাচ্ছে একটি ভালুক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই একটি ভিডিও দেখে স্তম্ভিত পশুপ্রেমীরা। ভিডিও প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালুকটির হদিশ পাওয়ার চেষ্টা শুরু করেছে।
আট সেকেন্ডের ওই ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন কাশ্মীরের প্রাক্তন পর্যটন ডিরেক্টর মেহমুদ শাহ-ও। ভিডিওতে রাজ্যের লাদাখ অঞ্চবের কার্গিল জেলার দ্রাস এলাকায় বাদামি রঙের একটি ভালুককে কিছু লোক ঢিল ছুঁড়ছে।নিকটবর্তী গ্রামের লোকজনের তাড়া খেয়ে ভালুকটি তখন প্রাণপনে পাহাড়ের ঢাল বেয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু ঢিলের আঘাতে ভারসাম্য হারিয়ে নিচের জলধারায় পড়ে যায়। তখন লোকজনকে উচ্ছ্বাস প্রকাশ করতে শোনা যাচ্ছে।
এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সঞ্চার করেছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই ঘটনাকে হৃদয়বিদারক ও অমানবিক বলে মন্তব্য করেছেন। পশুজন্তু বাসস্থানে এভাবে ঢুকে পড়া কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। নেটিজেনদের একাংশ ঢিল ছুঁড়ে পশুটিকে স্রোতে ফেলে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কর্তৃপক্ষ ভালুকটির হদিশ করার জন্য অভিযান শুরু করেছে।এজন্য বন্যপ্রাণ ও অন্যান্য বিভাগ বিভাগের দল গঠন করা হয়েছে। এই ঘটনায় কারা জড়িত তা জানারও চেষ্টা করছে কর্তৃপক্ষ। কার্গিলের ডেপুটি কমিশনার বাসির-উল-হক চৌধুরী তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।This is macabre, happened today at Drass. pic.twitter.com/rtnqzghLF3
— Mahmood Ah Shah (@mashah06) May 9, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement