এক্সপ্লোর
Advertisement
দিল্লি থেকে ফিরেছেন, রাবাংলায় কোয়ারেন্টিন সেন্টারে সিকিমের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি
সংশ্লিষ্ট ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষার জন্য শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। আজ সেই রিপোর্ট এসে পৌঁছেছে।
গ্যাংটক: এতদিন পর্যন্ত দেশের একমাত্র করোনা ভাইরাস মুক্ত রাজ্য ছিল সিকিম। কিন্তু এবার এই পাহাড়ি রাজ্যেও হানা দিল করোনা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিকিমে প্রথম এক করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গেল। ওই ব্যক্তি দিল্লি থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। তাঁকে রাবাংলায় কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে।
সিকিমের হেলথ ডিরেক্টর জেনারেল ড. পেম্পা শেরিং ভুটিয়া জানিয়েছেন, ‘দিল্লি থেকে ফেরা সিকিমের এক ব্যক্তি করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। তিনি দিল্লি থেকে ফেরার পর রাবাংলায় কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। সিকিমে করোনা পরীক্ষার জন্য কোনও কেন্দ্র নেই। তাই সংশ্লিষ্ট ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষার জন্য শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছিল। আজ সেই রিপোর্ট এসে পৌঁছেছে।’
পশ্চিমবঙ্গ, ভুটান ও চিন দিয়ে ঘেরা রাজ্য সিকিম। এই রাজ্যের সরকার করোনা সংক্রমণ ঠেকানোর জন্য বিশেষ উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাঙ্গ। এ বছরের ফেব্রুয়ারি থেকেই পর্যটন বন্ধ করে দেওয়া হয়। অক্টোবর পর্যন্ত এই রাজ্যে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানা গিয়েছে। তিন মাস গ্রিন জোন ছিল সিকিম। কিন্তু এবার আর করোনার ছোঁয়াচ বাঁচিয়ে থাকতে পারল না সিকিম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement