এক্সপ্লোর
Advertisement
লন্ডন বিমানবন্দরে স্ক্রিনিংই হয়নি, আমাদের এখানে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, দেশে ফিরে সোনম কপূর
তিনি দিল্লি বিমানবন্দরের কর্মীদের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।
নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় ইংল্যান্ডের তুলনায় ভারত অনেক ভাল কাজ করছে। স্বামীর সঙ্গে লন্ডন থেকে দেশে ফিরে এমনই দাবি করলেন বলিউড তারকা সোনম কপূর। তিনি দিল্লি বিমানবন্দরের কর্মীদের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় সোনম লিখেছেন, ‘আনন্দ (আহুজা) আর আমি দিল্লিতে ফিরে এসেছি। আমরা নিজেদের ঘরেই আছি। উড়ানে ও বিমানবন্দরে থাকা প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। আমরা যখন লন্ডন ছাড়ছিলাম, কোনওরকম স্ক্রিনিং হয়নি। সেটা দেখে আমি আর আনন্দ হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা যখন ভারতে পৌঁছলাম, অভিবাসনের জন্য যাওয়ার আগে একটা ফর্ম পূরণ করতে হল। সেখানে লিখতে হল, গত ২৫ দিনে কোন কোন উড়ান ধরেছি। আমরা কোথায় কোথায় গিয়েছি লিখলাম। সৌভাগ্যবশত, আনন্দ আর আমি এমন কোথাও যাইনি যেখানে ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি। বিমানবন্দরে আমাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হল। আমাদের তাপমাত্রা স্বাভাবিকই ছিল। কোনও সমস্যা হয়নি।’
সোনম আরও লিখেছেন, ‘আমাদের সঙ্গে ছিল স্পট বয় সুজিৎ। ও আমাদের পরিবারের সদস্যের মতোই। ওকে নিয়ে আমরা চিন্তায় ছিলাম। প্রশাসন যেভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে, সেটা অবিশ্বাস্য। এটা প্রশংসনীয়। সরকার সবরকমভাবে চেষ্টা করছে। আমাদের শরীরে সংক্রমণের কোনও উপসর্গ না থাকলেও, নিজেরাই স্বেচ্ছায় ঘরবন্দি থাকার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমরা বাবা-মা ও ঠাকুমার সঙ্গে থাকি। তাই সবার কাছে আমার অনুরোধ, আমাদের আরও দায়িত্ববান হতে হবে এবং প্রশাসনের নির্দেশিকা মেনে চলতে হবে। রোগ সারানোর চেয়ে আগেই প্রতিরোধ ভাল।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement