এক্সপ্লোর
Advertisement
‘করোনা ফাইটার কিং’, ভূবনেশ্বরে সোনু সুদের বিশাল হোর্ডিং দিয়ে উচ্ছ্বাস অনুরাগীদের
করোনাভাইরাসজনিত লকডাউন সংক্রান্ত পরিস্থিতিতে কার্যত নয়া নায়ক হিসেবে উঠে এসেছেন রূপোলি পর্দার ভিলেন সোনু সুদ। লকডাউনে আটকে পড়া হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রশংসা আদায় করে নিয়েছেন তিনি। উদ্যোগী হয়ে বাস ও উড়ানের বন্দোবস্ত করে আটকে পড়া পরিযায়ীদের ঘরে ফিরতে সাহায্য করেছেন সোনু সুদ।
ভূবনেশ্বর: করোনাভাইরাসজনিত লকডাউন সংক্রান্ত পরিস্থিতিতে কার্যত নয়া নায়ক হিসেবে উঠে এসেছেন রূপোলি পর্দার ভিলেন সোনু সুদ। লকডাউনে আটকে পড়া হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রশংসা আদায় করে নিয়েছেন তিনি। উদ্যোগী হয়ে বাস ও উড়ানের বন্দোবস্ত করে আটকে পড়া পরিযায়ীদের ঘরে ফিরতে সাহায্য করেছেন সোনু সুদ।
ট্যুইটার মারফত তিনি প্রায় সমস্ত আর্জির সাড়া দিয়ে সাহায্যের কাজে এগিয়ে এসেছেন। আর বাড়িতে ফিরে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা সোনু সুদের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন। এক মহিলা তো তাঁর সদ্যজাত সন্তানের নাম রেখেছেন সনু সুদের নামেই।
এবার ওড়িশার ভূবনেশ্বরে একটি ব্যস্ত রাস্তার মোড়ে সনু সুদের বিশাল হোর্ডিং দিয়ে তাঁকে সম্মান জানালেন অনুরাগীরা। অনুরাগীরা সোনু সুদের নতুন নামও দিয়েছেন। তা হল- করোনা ফাইটার কিং।
এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে বেশ কয়েকজনকে হোর্ডিংয়ের আশপাশের এলাকা ফুল দিয়ে সাজাতে ও রাস্তার সংলগ্ন অংশে চক দিয়ে নকশা কাটতে দেখা গিয়েছে।
সোনু সুদের হোর্ডিংয়ের পাশে রয়েছে ওড়িশার এক অভিনেতা সব্যসাচী মিশ্র ও এক অভিনেত্রী রানি পান্ডার হোর্ডিংও রয়েছে। রানি পান্ডার হোর্ডিংয়ে লেখা হয়েছে, করোনা ফাইটার কুইন।
ট্যুইটে লেখা হয়েছে, সব্য, রানি রান্ডা ও সোনুর আরাধনা রাজধানীতে।
এই পোস্টের জবাবে সোনু লিখেছেন, খুব ভালো..কিন্তু এর যোগ্য নই আমি, আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা আমাদের বাঁচিয়ে রেখেছে।
কেরলায় আটকে পড়া ১৬৭ শ্রমিককে বিশেষ বিমানে ওড়িশায় ফিরিয়ে আনার বন্দোবস্ত করার পর সোনু সুদের এই হোর্ডিং-এর মাধ্যমে অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement