এক্সপ্লোর
Advertisement
বাবা-মায়ের শিক্ষা, মূল্যবোধই পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে প্রেরণা দিয়েছে, বলছেন সোনু সুদ
৩৫০ জন শ্রমিককে বাড়ি পাঠানোর মধ্যে দিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর কাজ শুরু করে সোনু। এখনও পর্যন্ত তিনি ১৮ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়ে দিয়েছেন।
মুম্বই: লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরা নিয়ে যখন তীব্র সমস্যায় পড়েছিলেন, তখন তাঁদের পাশে দাঁড়ান অভিনেতা সোনু সুদ। তিনি বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরতে সাহায্য করেন। এভাবে মানুষের পাশে দাঁড়ানোয় দেশজুড়ে বাহবা পাচ্ছেন সোনু। কিন্তু কেন এভাবে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করছেন এই অভিনেতা? জানা গিয়েছে, তিনি বাবা-মাকে গর্বিত করতে চান। সেই কারণেই এই কাজ করছেন।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোনু জানিয়েছেন, ‘আমি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিজের অবস্থার মিল খুঁজে পাই। আমি যখন মুম্বই আসি, ট্রেনে রিজার্ভেশন ছিল না। নাগপুরে যখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম, তখনও রিজার্ভেশন ছাড়া ট্রেনে যাতায়াত করতাম। বাসে চড়েও যেতাম। তাই আমি যখন পরিযায়ী শ্রমিকদের বাচ্চা, বয়স্ক লোকজনকে নিয়ে হেঁটে যেতে দেখি, সেটা জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল। তখনই আমি ঠিক করি, এটা দেখার পরেও বাড়িতে চুপচাপ বসে থাকব না। আমার মা বাচ্চাদের বিনামূল্যে পড়াতেন। বাবা দোকানের বাইরে লঙ্গরের ব্যবস্থা করতেন। পঞ্জাবে আমি সেই মূল্যবোধ নিয়ে বেড়ে উঠি। মা বলতেন, ‘তুমি যদি কাউকে সাহায্য করতে না পারো, তাহলে নিজেকে সফল ভাববে না।’ আমার অন্তরে বেড়ে ওঠার পরিবেশ, বাবা-মায়ের মূল্যবোধ রয়েছে। সেই কারণেই এখন এই কাজ করছি।’
৩৫০ জন শ্রমিককে বাড়ি পাঠানোর মধ্যে দিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর কাজ শুরু করে সোনু। এখনও পর্যন্ত তিনি ১৮ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরিয়ে দিয়েছেন। এর জন্য তিনি কারও কাছ থেকে টাকা নেননি। পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য তিনি ফোন নম্বরও দিয়েছেন। সেই কারণে বড়পর্দাকে ছাপিয়ে বাস্তব জীবনে তিনি নায়ক হয়ে উঠেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement