Ramakrishna Mission: রামকৃষ্ণলোকে বাগীশানন্দজি মহারাজ
Ramakrishna Math and Ramakrishna Mission: প্রয়াত মহারাজের দেহ থাকবে কাশীপুর উদ্যানবাটি ও বেলুড় মঠে।

কলকাতা: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণতম ভাইস প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজ। শুক্রবার সন্ধে ৭.১০ মিনিটে তিনি রামকৃষ্ণলোকে গমন করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
হৃদরোগে আক্রান্ত হওয়ায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল বাগীশানন্দজি মহারাজকে। সেখানেই তিনি প্রয়াত হন।
রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ মঠে প্রয়াত বাগীশানন্দজি মহারাজের দেহ রাখা থাকবে। মহারাজের পূত দেহ তারপরে বেলুড় মঠে নিয়ে আসা হবে। সংস্কৃতি ভবনে তাঁর দেহ শায়িত থাকবে। ভক্ত ও অনুরাগীবৃন্দ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর শনিবার রাত ৯.১৫ মিনিটে বেলুড় মঠে তাঁর শেষকৃত্য হবে।






















