Supreme Court Update: ওমিক্রনের জের, ২ সপ্তাহ সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি
Corona Update: দেশের বিভিন্ন রাজ্যে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারগুলি বিধিনিষেধ জারি করছে। এবার সুপ্রিম কোর্টও সোমবার থেকে পুরোপুরি ভার্চুয়াল শুনানির কথা ঘোষণা করল।
নয়াদিল্লি: দেশজুড়ে বাড়ছে করোনা, ওমিক্রন সংক্রমণ। এই পরিস্থিতিতে সোমবার থেকে আগামী দু’সপ্তাহের জন্য সুপ্রিম কোর্টে বিচারক-আইনজীবীদের উপস্থিতিতে শুনানির উপর স্থগিতাদেশ জারি করা হল। আপাতত যাবতীয় শুনানি হবে ভার্চুয়ালি। রবিবার এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বার অ্যাসোসিয়েশনের সদস্যগণ, আদালতের সঙ্গে যুক্ত ব্যক্তি সহ সবার জ্ঞাতার্থে জানিয়ে দেওয়া হচ্ছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন সংক্রমণের কথা মাথায় রেখে ২০২১-এর ৭ অক্টোবর যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের কথা জানানো হয়েছিল, সেটি সংশোধন করা হচ্ছে। আপাতত সশীরের হাজির থেকে শুনানি স্থগিত রাখা হচ্ছে। ৩ জানুয়ারি থেকে দু’সপ্তাহের জন্য আদালতের যাবতীয় শুনানি হবে ভার্চুয়ালি।’
সুপ্রিম কোর্ট সূত্রে খবর, দেশের যে রাজ্যগুলিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, তার মধ্যে উপরের দিকেই আছে দিল্লি। সে কথা মাথায় রেখেই আপাতত সুপ্রিম কোর্টের সব মামলার শুনানি ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’সপ্তাহ পর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার চিরাগভনু সিংহ ও বিএলএন আচার্য জানিয়েছেন, বার অ্যাসোসিয়েশন, আবেদনকারী সহ সংশ্লিষ্ট সবপক্ষকেই সোমবার থেকে ভার্চুয়ালি শুনানি হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
করোনা আবহে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি শুনানি নতুন নয়। এর আগেও ভার্চুয়ালি শুনানি হয়েছে। তবে গত বছর করোনা সংক্রমণের হার কিছুটা কমায় গত ৭ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, সপ্তাহে দু’দিন, মঙ্গলবার ও বুধবার আদালতে সশরীরে হাজির থেকে শুনানি হবে। সোমবার ও শুক্রবার হবে ভার্চুয়াল শুনানি। তবে বর্তমান পরিস্থিতিতে ফের পুরোপুরি ভার্চুয়াল শুনানিতেই ফিরে গেল দেশের শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের মতোই কলকাতা হাইকোর্টও জানিয়ে দিয়েছে, আপাতত রাজ্যের সব আদালতেই শুনানি হবে ভার্চুয়ালি। রাজ্যে বেড়ে চলা করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সব আদালতকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।