এক্সপ্লোর
Advertisement
মার্শাল আর্টের সাহায্যে ধর্ষণের চেষ্টা রুখে দিলেন মার্কিন মহিলা, পর্যুদস্ত করলেন দুষ্কৃতীকে
তামিলনাডুর অন্যতম মন্দির অধ্যুষিত স্থান তিরুভান্নামালাই। সেখানেই আশ্রমে বেড়াতে এসেছিলেন ওই পর্যটক।
চেন্নাই: এদেশে এসেছিলেন ধর্মীয় স্থান দর্শনে। কিন্তু পড়লেন দুষ্কৃতীদের খপ্পরে। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন পর্যটককে বিপদের হাত থেকে রক্ষা করল মার্শাল আর্ট।
তামিলনাডুর অন্যতম মন্দির অধ্যুষিত স্থান তিরুভান্নামালাই। সেখানেই রামানা আশ্রমে বেড়াতে এসেছিলেন ওই পর্যটক। মার্চ মাসে বেড়াতে আসার পর, লকডাউনে আটকে পড়েন সেখানেই।ভিসার মেয়াদ বাড়িয়ে নেন। থাকতে শুরু করেন একটি বাড়ি ভাড়া নিয়ে।
গত রবিবার বাড়ির বাইরে এসেছিলেন তিনি।অভিযোগ, তখনই এক গেরুয়া-পরিহিত ব্যক্তি তাঁকে জোর করে বাড়ির ভিতরে ঢুকিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। মহিলার উপর জোর খাটানোর সময় ওই ব্যক্তি ঘুণাক্ষরেও বোঝেনি কী পরিণাম হতে পারে! মার্শাল আর্ট এক্সপার্ট ওই মহিলার তখন পাল্টা আঘাত করেন ওই ব্যক্তিকে। একের পর এক পাল্টা আঘাতে রীতিমতো রক্তাক্ত হয়ে যায় আক্রমণকারী। মহিলার চিত্কারে জুটে যায় আশপাশের লোকেরাও। স্থানীয় লোকেরাই ওই ব্যক্তিকে আটকে রাখে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মনিকন্দন।নিজেকে সাধু হিসেবে পরিচয় দিয়ে মন্দিরের আশেপাশ ঘুরে বেড়াত সে। তারপর সুযোগ বুঝে ওই মহিলাকে 'যৌনহেনস্থার চেষ্টা' করে। ঘটনার তদন্ত চলছে। এই ব্যাপারে আর কিছু মন্তব্য করতে চায়নি পুলিশ।
তামিলনাডুর এই স্থান তীর্থযাত্রীদের কাছে বিশেষ প্রিয়। এখানকার অরুণাচলেশ্বরা মন্দির বিশেষ প্রসিদ্ধ। দেশ-বিদেশ থেকে এখানে ভক্তের আনাগোনা লেগেই থাকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement