তামিলনাড়ুতে হাতিদের উত্ত্যক্ত করার ভিডিও ভাইরাল, তিন আদিবাসী যুবকের বিরুদ্ধে মামলা
তিরুমতি বাঁধ বসতি এলাকায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
চেন্নাই: হাতিদের উত্ত্যক্ত করায় তিন আদিবাসী যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা দায়ের করল তামিলনাড়ুর বনবিভাগ। তিরুমতি বাঁধ বসতি এলাকায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা গিয়েছে, উদুমালপেটে তিরুমূর্তি বাঁধ বসতি এলাকায় ওই যুবকরা বন্য হাতিদের উত্যক্ত করছে, আঘাত করছে।
বৃহস্পতিবার সকালেই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতেই তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তামিলনাড়ুর বনবিভাগ।ভিডিও ওই যুবকদের হাতিগুলিকে লক্ষ্য করে পাথর ছুড়তে ও লাঠি দিয়ে আঘাত করতে দেখা গিয়েছে। আর এক যুবককে হাতিদের দলের সামনে দিয়ে ছুটে যেতে দেখা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে যে,আর এক দল তরুণ একটি গাছের নিচে বসে পুরো ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দি করছে।
বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে, ওই আদিবাসী তরুণরা জঙ্গলে গবাদি পশু চরাতে গিয়েছিল। ওই সময় তারা দুটি বন্য হাতি ও একটি শাবককে দেখতে পায়। এরপরই ওই হাতিদের লক্ষ্য করে তরুণরা পাথর ছুঁড়তে শুরু করে এবং আঘাতও করে।
আধিকারিকরা বলেছেন, তাঁরা বুধবার রাতেই ওই ঘটনার কথা জানতে পারেন এবং অভিযুক্ত তরুণদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে তিরুপুর ফরেস্ট রেঞ্জের অফিসার ধনপালন বলেছেন, অভিযুক্ত যুবকদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাতিদের মারধর ও উত্ত্যক্ত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কারণ, তরুণদের ওই কাজ হাতিদের পক্ষে তো বটেই, তাদের পক্ষেও বিপজ্জনক। অভিযুক্তরা তিরুমূর্তি বাঁধের বসতি এলাকার বাসিন্দা। তাদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।
অন্যদিকে, তামিলনাড়ু আদিবাসী কল্যাণ অ্যাসোসিয়েশনের সচিব জি সেলভাম বলেছেন, নিজেদের জীবন বাঁচাতে ওই যুবকরা হাতিদের তাড়া করেছিলেন। তাঁদের ধারালো কোনও অস্ত্র ব্যবহার করেননি। ছোট পাথর ও লাঠি ব্যবহার করেছিলেন। হাতি তাড়াতে বন বিভাগের প্রশিক্ষণপ্রাপ্তও তাঁরা। জেলা কালেক্টরের কাছে দেওয়া বিবৃতিতে এ কথা জানিয়েছেন সেলভাম।