"ভারতীয় খাবার জঘন্য", মন্তব্য করে বিপাকে মার্কিন শিক্ষাবিদ, ট্যুইটারে ঝড়!
"ভারতীয় খাবার জঘন্য, আমরা দেখাতে চাই বিষয়টা তা নয়!"মার্কিন শিক্ষাবিদ ও ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক টম নিকোলস কখনও ভাবেননি, তাঁর এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় এত বড় সাইক্লোন উঠতে পারে। মন্তব্য-পাল্টা মন্তব্যে নিকোলসের মন্তব্য এখন ট্যুইটারে পপুলার থ্রেড।
Indian food is terrible and we pretend it isn’t. https://t.co/NGOUtRUCUN
— Tom Nichols (@RadioFreeTom) November 23, 2019
উপযাজক হয়ে হয় একটি ট্যুইটারের জবাবে এই মন্তব্যটি করে বসেন তিনি। ওই নির্দিষ্ট টুইটে বলা হয়েছিল, "কোনও খাবার সংক্রান্ত সবথেকে বিতর্কিত মন্তব্যটি করুন।"
তার জবাবেই তিনি লেখেন, ভারতীয় খাবার খুবই খারাপ খেতে। এরপরই ভারতীয় ট্যুইটার ব্যবহারকারীরা আক্রমণের ঝড় বইয়ে দেন ট্যুইটারে।
রবিবার থেকে টম নিকোলসের ট্যুইটটি ১২ হাজারেরও বেশ লাইকও সংগ্রহ করে ফেলেছে। এসেছে ভুরি ভুরি ব্যঙ্গাত্মক জবাবও। কেউ কেউ তো তাঁর মতামতের সমালোচনা করে বলেন, আসলে ‘ইন্ডিয়ান কুইজিন’ বলে কিছু হয় না।
Well there is no “Indian” food
Also there is no curry flavour
There is no chai tea
— محترمہ پربھا (@deepsealioness) November 23, 2019
Unless you've literally tried every single type of Indian cuisine there is no way you can make such a general statement.
— Dr. Diversified Wonder Woman ???? (@TheRitaPhD) November 23, 2019
একজন তো নিকোলসকে আবার খাওয়া-দাওয়া সংক্রান্ত একটি জনপ্রিয় ওয়েবসিরিজ দেখে তারপর মন্তব্য করতে বলেন।
So everyone is mad at this, and rightly. But rather than focus on the troll bait, let me direct you all to Netflix and to the program Raja Rasoi Aur Anya Kahaniyan, a gorgeous documentary series about the amazingly diverse cuisines of each Indian region and many subcultures. https://t.co/7K37Rys4qH
— Shivam Bhatt (@elektrotal) November 25, 2019
& Tom needs to discover Indian food with someone who knows it. Expertise matters ????
— Husain Haqqani (@husainhaqqani) November 23, 2019
তবে সমালোচকদের এই সব মন্তব্যের যে তিনি মোটেই তোয়াক্কা করছেন না, তা বুঝিয়ে দিয়েছেন আরেকটি ট্যুইট করে। তাতে তিনি লিখেছেন, আমি দু’ধরনের খাবার খাই না। ভারতীয় এবং ইথিওপিয়ান। আমার এই ব্যপারে কোনও রাখঢাক নেই।
i wish i could physically fight this tweet https://t.co/EKVhVM3fR0
— Thierry Ennui. (@GeeDee215) November 23, 2019
ভারতীয় টেলিভিশন উপস্থাপক, মডেল, পদ্মলক্ষ্মী তো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শাণিয়েছেন।
Do you not have tastebuds? https://t.co/o2IVYsrr8R
— Padma Lakshmi (@PadmaLakshmi) November 24, 2019
Twitter: "What's your most controversial food take?"@quinncy: "Mayo is disgusting" @soledadobrien "Lettuce, why bother"@seungminkim: "PB&J is an abomination"
Twitter: *yawn*
Me: Indian food is terrible
Twitter: pic.twitter.com/CSkb3qXWoJ
— Tom Nichols (@RadioFreeTom) November 24, 2019