এক্সপ্লোর
Advertisement
জাপান-জার্মানি পাশাপাশি দেশ! মন্তব্য ইমরানের, ঈশ্বরকে ধন্যবাদ উনি আমার শিক্ষক নন, কটাক্ষ আনন্দ মাহিন্দ্রার
ইরান সফরে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগে পর্যন্ত জাপান ও জার্মানি বহু মানুষকে হত্যা করে। তবে এরপর তারা সীমান্তে যৌথ শিল্প স্থাপন করার সিদ্ধান্ত নেয়।
নয়াদিল্লি: জাপান ও জার্মানি পাশাপাশি দুই দেশ বলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে কটাক্ষ করলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। তাঁর ট্যুইট, ‘ঈশ্বরকে ধন্যবাদ, এই ভদ্রলোক আমার ইতিহাস বা ভূগোলের শিক্ষক ছিলেন না।’
ইরান সফরে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগে পর্যন্ত জাপান ও জার্মানি বহু মানুষকে হত্যা করে। তবে এরপর তারা সীমান্তে যৌথ শিল্প স্থাপন করার সিদ্ধান্ত নেয়। তাদের পারস্পরিক আর্থিক স্বার্থ জড়িত থাকায় খারাপ সম্পর্কের প্রশ্নই নেই।’ এর পরিপ্রেক্ষিতেই মাহিন্দ্রার এই ট্যুইট।
Thank you Oh Lord, for ensuring that this gentleman was not my History or Geography teacher...???? pic.twitter.com/cIGxX0UdSh
— anand mahindra (@anandmahindra) August 25, 2019
দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলারের জার্মানি, হিরোহিতোর জাপান ও বেনিতো মুসোলিনির ইতালি জোট বেঁধেছিল। তবে এই তিন দেশের ভৌগলিক অবস্থান পাশাপাশি নয়। জাপান এশিয়ার দেশ। ইতালি ও জার্মানি ইউরোপের দেশ হলেও, তারা প্রতিবেশী নয়। এই সামান্য জ্ঞান না থাকায় সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করা হচ্ছে ইমরানকে। তাতে যোগ দিলেন মাহিন্দ্রাও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement