এক্সপ্লোর
Advertisement
ভারতের আত্মাকে রক্ষা করার জন্য দিল্লিকে ধন্যবাদ, আপ-এর জয় নিয়ে ট্যুইট প্রশান্ত কিশোরের
আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহর ট্যুইট, ‘দিল্লির ২ কোটি পরিবারের লোকজন জানিয়ে দিলেন, তাঁদের ছেলে অরবিন্দ কেজরীবাল সন্ত্রাসবাদী নন, কট্টর দেশভক্ত। বিপুল সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য দিল্লির মহান জনতাকে মাথা ঝুঁকিয়ে শত শত প্রণাম।’
নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির জয় নিশ্চিত হয়ে যাওয়ার পরেই ট্যুইট করে বিজেপি-কে খোঁচা দিলেন প্রশান্ত কিশোর। তিনি লেখেন, ‘ভারতের আত্মাকে রক্ষা করার জন্য দিল্লিকে ধন্যবাদ!’
Thank you Delhi for standing up to protect the soul of India!
— Prashant Kishor (@PrashantKishor) February 11, 2020
আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংহর ট্যুইট, ‘দিল্লির ২ কোটি পরিবারের লোকজন জানিয়ে দিলেন, তাঁদের ছেলে অরবিন্দ কেজরীবাল সন্ত্রাসবাদী নন, কট্টর দেশভক্ত। বিপুল সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার জন্য দিল্লির মহান জনতাকে মাথা ঝুঁকিয়ে শত শত প্রণাম।’
दिल्ली के 2 करोड़ परिवार के लोगों ने बता दिया उनका बेटा @ArvindKejriwal आतंकवादी नही कट्टर देश भक्त है प्रचंड बहुमत से जीत देने के लिये दिल्ली की महान जनता को सिर झुकाकर सत्-सत् नमन। pic.twitter.com/nrS3AO6rdZ
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) February 11, 2020
দিল্লিতে এবারের বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন আম আদমি পার্টির বিরুদ্ধে শাহিনবাগে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে মদত দেওয়ার অভিযোগ করে বিজেপি। কেজরীবালকে সন্ত্রাসবাদী বলেও দাবি করা হয়। আজ তারই জবাব দিয়ে সঞ্জয় বলেছেন, ‘বিজেপি সন্ত্রাসবাদী বলায় অত্যন্ত আহত হয়েছিলেন অরবিন্দ কেজরীবাল। আমাদের আরও বলা হয়েছিল, দিল্লির ভোট ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত জিতে গিয়েছে।’
দিল্লিতে এখনও পর্যন্ত যা ভোটগণনা হয়েছে, তাতে আপ-এর জয় নিশ্চিত হয়ে গিয়েছে। ফের সরকার গঠন করতে চলেছেন কেজরীবাল। প্রচার চলাকালীন দিল্লিবাসীকে আপ-এর পক্ষে ভোট দেওয়ার আর্জি জানান কিশোর। আজ আপ-এর জয়ে স্বভাবতই খুশি তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement