এক্সপ্লোর
Advertisement
প্রেমিকার সঙ্গে ঝগড়া, মিটমাট করতে রাস্তার ওপর তিনশো ব্যানারে ‘আই অ্যাম সরি’ লিখলেন প্রেমিক
মুম্বই: প্রেমিকার সঙ্গে ঝগড়া খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু সেটা মেটাতে প্রেমিক হিসেবে আপনারা কেউ কি কখনও কোনও অভিনব কিছু করেছেন? মহারাষ্ট্রের পিম্পরি চিনচাওয়াড়া এলাকার এক তরুণ একটি অভিনব কাণ্ড ঘটিয়েছেন তাঁর প্রেমিকার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিতে।
রাস্তার ওপর মোট তিনশোটি ব্যানার এবং হোর্ডিংয়ে ‘আই অ্যাম সরি’ লিখে দিয়েছেন ওই তরুণ। পিম্পরি চিনচাওয়াড়ার অভিজাত এলাকায় সেই ব্যানারগুলি দেখতেও পাওয়া গিয়েছে রাস্তার ওপর। প্রসঙ্গত, পিম্পল সওদাগর এলাকার বাসিন্দারা শুক্রবার সকালে সারা রাস্তা জুড়ে থাকা এই আজব ব্যানার দেখে হতবাকও হয়ে গিয়েছেন। শুধু ‘আই অ্যাম সরি’ নয়, সঙ্গে প্রেমিকার নামও লিখেছেন ব্যানারে ওই পাগল প্রেমিক। প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার চার মাথার মোড়ে এই ব্যানার ও হোর্ডিং নজরে এসেছে।
তবে এই কাণ্ড ঘটিয়ে বান্ধবীর সঙ্গে হয়তো নীলেশ খাদেকরের ঝগড়া মিটে গিয়েছে, কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন ওই ব্যবসায়ী তরুণ। ওয়াকার পুলিশ ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ হোর্ডিং এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে।
তদন্তে নেমে পুলিশ ওই ব্যবসায়ীর সেই বন্ধুকেও খুঁজে বের করেছে, যিনি এই হোর্ডিং ছাপাতে সাহায্য করে ছিলেন। সূত্রের খবর, ঝগড়ার পর প্রেমিকার শুক্রবার পুণের ওই রাস্তা দিয়েই মুম্বই যাওয়ার কথা ছিল। তাই বৃহস্পতিবার গভীর রাতে ‘আই অ্যাম সরি’ লেখা হোর্ডিংয়ে রাস্তা ছেয়ে দেন প্রেমিক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement