Tripura TMC: ত্রিপুরায় এবার আক্রান্ত তৃণমূল সাংসদ দোলা সেন, অপরূপা পোদ্দার
হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। ত্রিপুরার শাসক দলের দাবি, পুরোটাই নাটক করছেন তৃণমূল নেতারা।
আগরতলা: ত্রিপুরায় এবার আক্রান্ত তৃণমূল সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দার। দোলা সেন ও অপরূপা পোদ্দারের গাড়িতে হামলা। থাইরুমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলা।মাথা ফাটল দোলা সেনের ব্যক্তিগত সচিবের। অপরূপা পোদ্দারের ব্যাগ ও নথি ছিনতাইয়ের অভিযোগ। অভিযোগের তির বিজেপির দিকে। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। ত্রিপুরার শাসক দলের দাবি, পুরোটাই নাটক করছেন তৃণমূল নেতারা। রাজ্যে তৃণমূলের কোনও জনভিত্তি নেই। তাই এই সব অভিযোগ এনে নজর কাড়ার চেষ্টা করা হচ্ছে। তাঁরা কেনই বা পাহাড়ে, জঙ্গলে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করছেন, সেই প্রশ্ন তুলেছে বিজেপি।
বাঁশ, ইট, সাইকেল ছুঁড়ে মারা হয়েছে বলে অভিযোগ দোলা সেনের। তাঁর অভিযোগ, গাড়ি ভাঙচুর করা হয়েছে।অপরূপা পোদ্দারের ব্যাগ, মোবাইল নিয়ে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে সেগুলি তুলে আনতে পারেননি তাঁদের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন দোলা সেন। তিনি বলেছেন, কোনওরকমে বেঁচে গিয়েছি। তিনি আরও বলেছেন, তাঁকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তাঁর ব্যক্তিগত সচিব। দলের স্থানীয় দুই নেতাকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে দোলা সেনের অভিযোগ।
কাকলি ঘোষদস্তিদার বলেছেন, ত্রিপুরায় কোনও গণতন্ত্র নেই। বাইক বাহিনী ঘিরে ধরে দলের দুই সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দারের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন কাকলি ঘোষ দস্তিদার।
জানা গিয়েছে, এখন পুলিশ গিয়ে তৃণমূলের দুই সাংসদকে আগরতলায় নিয়ে আসছে। এরপর জানা গেছে, ত্রিপুরায় ফের দোলা সেনদের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। থাইরুমের পর এবার বিলোনিয়ার কাছে হামলা চালানো হয় বলে অভিযোগ। কয়েক ঘণ্টার মধ্যে দু’বার দোলা সেন ও অপরূপা পোদ্দারের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।
উল্লেখ্য, এর আগে ত্রিপুরার ধলাই জেলায় দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রায়, জয়া দত্ত মতো তৃণমূল নেতাদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। ধলাই জেলার আমবাসায় আক্রান্ত হয়েছিলেন এই তৃণমূল নেতারা। তাঁদের ২টি গাড়ি ভাঙচুর চালানো হয়েছিল বলে অভিযোগ।