এক্সপ্লোর
Advertisement
মার্কিন প্রেসিডেন্ট টুইটারে পোস্ট করলেন বাগদাদিকে তাড়া করা সেই কুকুরের সঙ্গে তাঁর জাল ছবি
ট্রাম্প টুইট করে লিখেছেন, আমেরিকান হিরো! একটু লক্ষ্য করলেই দেখা যাচ্ছে, ছবিটি ফটোশপ করা হয়েছে।
নয়াদিল্লি: ২০১৭-র জুলাইতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেডেল অফ অনার পরিয়ে দিয়েছিলেন ভিয়েতনাম যুদ্ধ ফেরত সেনা জেমস ম্যাকক্লোয়ানের গলায়। বুধবার ট্রাম্প সেই একই ছবি পোস্ট করলেন টুইটারে। তফাত একটাই। এবার জেমসের মুখ বদলে গিয়েছে একটি কুকুরের মুখে।
ভিয়েতনাম যুদ্ধে ১০ জনের প্রাণ বাঁচিয়েছিলেন মার্কিন সেনা চিকিৎসক জেমস ম্যাকক্লোয়ান। তাঁকে সম্মানিত করেন মার্কিন প্রেসিডেন্ট, বলেন, আপনার কাজ ও সাহস আমাদের ঋণে আবদ্ধ করেছে। আর এবার, সদ্য গতকাল সেই একই ছবি তিনি টুইট করে দিয়েছেন। তবে অভিযোগ, ফটোশপ করে ম্যাকক্লোয়ানের মুখটি বদলে দেওয়া হয়েছে একটি কুকুরের মুখে। কুকুরটি অবশ্য পাতি নেড়ি কুকুর নয়, দস্তুরমত পেডিগ্রি রয়েছে তার। সেই নাকি সিরিয়ার সুড়ঙ্গের মধ্যে মরণ তাড়া করে আইএসআইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে। তাকে এড়াতে না পেরেই বাগদাদির আত্মহনন।
ট্রাম্প টুইট করে লিখেছেন, আমেরিকান হিরো! একটু লক্ষ্য করলেই দেখা যাচ্ছে, ছবিটি ফটোশপ করা হয়েছে। মেডেল অফ অনারে যে তারকাখচিত থাকে, তার জায়গায় আনা হয়েছে কুকুরের থাবার চিহ্ন। তাড়াহুড়োয় রয়ে গিয়েছে ম্যাকক্লোয়ানের সম্মানিত হওয়ার ছবি প্রকাশ করা একটি খবরের সাইটের নামও।
AMERICAN HERO! pic.twitter.com/XCCa2sGfsZ
— Donald J. Trump (@realDonaldTrump) October 30, 2019
ওই খবরের সাইটটি প্রসঙ্গটি তুলতে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। মুখ খুলতে অস্বীকার করেছে হোয়াইট হাউস। ৭৩ বছরের ম্যাকক্লোয়ানেরও মতামত জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement