এক্সপ্লোর
Advertisement
ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৩০ লক্ষ ‘আইএসআইএস ড্রাগ’ সহ ধৃত তুরস্কের নাগরিক
নয়াদিল্লি: আজ ভোরে নয়াদিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৩০ লক্ষ ট্রামাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হল তুরস্কের এক নাগরিককে। এই পেইনকিলার ‘আইএসআইএস ড্রাগ’ নামে পরিচিত। সিআইএসএফ-এর এক মুখপাত্র জানিয়েছেন, ‘আইএসআইএস ড্রাগ’ নিয়ে ইস্তানবুলের বিমান ধরতে যাচ্ছিলেন ধৃত এরবিল এইচ। তবে তার আগেই তাঁর আচরণ দেখে সন্দেহ হওয়ায় আটক করে তল্লাশি চালান নিরাপত্তারক্ষীরা। এরপরেই পাওয়া যায় ট্যাবলেটগুলি। ধৃত ব্যক্তিকে অ্যান্টি-নারকোটিকস বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর কাছ থেকে তুরস্কের পাসপোর্ট পাওয়া গিয়েছে।
সিআইএসএফ সূত্রে খবর, বিভিন্ন জঙ্গি সংগঠন ট্রামাডল ব্যবহার করে। তাই এটিকে ‘আইএসআইএস ড্রাগ’, ‘জিহাদি পিল’ বা ‘ফাইটার ড্রাগ’ বলা হয়। পশ্চিম এশিয়ার দেশগুলিতে প্রতিটি ট্যাবলেটের দাম ৫ মার্কিন ডলার। আজ ধৃত ব্যক্তির ব্যাগে যত ট্যাবলেট পাওয়া গিয়েছে তার মোট ওজন ৬৪ কেজি। এ বছরের এপ্রিলে কেন্দ্রীয় সরকার এই ট্যাবলেটের বিষয়ে অ্যান্টি-নারকোটিকস বিভাগকে সতর্ক করে দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement