প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইটের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার, শুরু তদন্ত
মোদির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত ওই ভেরিফাইড ট্যুইটার অ্য়াকাউন্টে বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ হানা দেয় হ্যাকাররা
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত ওয়েবসাইটের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন ক্রিপ্টিক ট্যুইট পোস্ট করা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত ওই ভেরিফাইড ট্যুইটার অ্য়াকাউন্টে বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ হানা দেয় হ্যাকাররা। ওই অ্যাকাউন্টে ২৫ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে।
একের পর এক ট্যুইট করা হয় সেখান থেকে। প্রতিটি ট্যুইট বিটকয়েন-কেন্দ্রিক। একটি ট্যুইটে লেখা, আমি আবেদন করছি, সকলে মুক্তহস্তে পিএম জাতীয় কোভিড-১৯ ত্রাণ তহবিলে দান করুন। ভারত এখন ক্রিপ্টো কারেন্সি শুরু করছে। এখানে দান করুন।
আরেকটি ট্যুইটে বলা হয়েছে, এই অ্যাকাউন্টটি হ্যাক করেছে জব উইক। তবে তারা পেটিএম মল হ্যাক করেনি। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ট্যুইটগুলি সরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে।
হ্যাক হওয়ার কথা স্বীকার করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। ট্যুইটার জানিয়েছে, অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা সম্পর্কে তারা ওয়াকিবহাল। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য পদক্ষেপ করা হয়েছে। শুরু হয়েছে তদন্তও। সেইসঙ্গে ট্যুইটার জানিয়েছে, মোদির অন্য কোনও অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে কিনা, সে বিষয়ে তাদের কিছু জানা নেই।