এক্সপ্লোর
২০০৭ এর হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় ২ দোষীর মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাবাস

হায়দরাবাদ: ২০০৭ সালের হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ২ জনকে মৃত্যুদণ্ড দিল এখানকার মেট্রপলিট্যান কোর্ট। আরেকজনের যাবজ্জীবন কারাবাসের শাস্তি হয়েছে। ৪ সেপ্টেম্বর আনিক শফিক সঈদ ও মহম্মদ আকবর ইসমাইল চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন দ্বিতীয় অতিরিক্ত মেট্রপলিট্যান দায়রা বিচারক টি শ্রীনিবাস রাও, তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে ১১ বছর ধরে চলা মামলায় রেহাই দেন ফারুক সরফুদ্দিন তারকাশ ও মহম্মদ সাদিক ইশকার আমেদ শেখ নামে দুই অভিযুক্তকে। তারিক আঞ্জুম নামে পঞ্চম অভিযুক্তকে দোষী ঘোষণা করে যাবজ্জীবন জেলের সাজা দিয়েছে আদালত। তার বিরুদ্ধে নয়াদিল্লি ও অন্যত্র বিস্ফোরণে জড়িত সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। ২০০৭ এর ২৫ আগস্ট প্রায় একই সময়ে দুটি প্রচণ্ড বিস্ফোরণ হয় হায়দারাবাদের জনপ্রিয় খাবারের দোকান গোকুল চাট ও রাজ্য সচিবালয় সংলগ্ন লুম্বিনি পার্কের ওপেন এয়ার থিয়েটারে। সব মিলিয়ে ৪৪ জন নিহত ও ৬৮ জন জখম হন। বিস্ফোরণ মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিন প্রতিষ্ঠাতা রিয়াজ ভাটকল, তার ভাই ইকবাল ও আমির রেজা খানের। তবে তিনজনই পলাতক। কর্নাটকের ভাটকল ভাইয়েরা পাকিস্তানে আশ্রয় নিয়েছে বলে ধারণা প্রশাসনের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















