এক্সপ্লোর
Advertisement
আধারভিত্তিক ইকেওয়াইসি বন্ধ করতে ১৫ দিনের মধ্যে টেলিকম কোম্পানিগুলিকে প্ল্যান জমা দিতে বলল ইউএডিএআই
নয়াদিল্লি: ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া ও অন্য কোম্পানিগুলি সহ টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে সার্কুলার দিয়ে ইউআইডিএআই কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে জানতে চাইল, গ্রাহকদের পরিচয় খতিয়ে দেখা অর্থাত অথেন্টিকেশন প্রক্রিয়ার জন্য ১২ ডিজিটের আধার নম্বরের ব্যবহার বন্ধ করার ব্যাপারে তাদের কী প্ল্যান আছে।
সু্প্রিম কোর্ট আধার সংক্রান্ত সাম্প্রতিক রায়ে বেশ কিছু পরিষেবায় আধার ব্যবহার বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে, বলেছে, গ্রাহকদের সংযোগ দেওয়ার সময় আধার নম্বর দিতে বাধ্য করতে পারবে না টেলিকম পরিষেবা দেওয়া কোম্পানিগুলি, বেসরকারি সংস্থাগুলিও আধার নম্বর চাইতে পারবে না। এ শীর্ষ আদালত ব্যাপারে আধার আইনের ৫৭ ধারা বাতিল করেছে যাতে বেসরকারি কোম্পানিগুলিকে ১২ ডিজিটের আধারভিত্তিক ই-কেওয়াইসি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
ইউআইডিএআইয়ের পাঠানো বার্তায় বলা হয়েছে, সব টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাকে ২৬ সেপ্টেম্বরের ওই রায় কার্যকর করতে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হচ্ছে। এপ্রসঙ্গে আধারভিত্তিক অথেন্টিকেশন সিস্টেমের ব্যবহার বন্ধ করতে ১৫ অক্টোবরের মধ্যে অ্যাকশন বা এক্সিট প্ল্যান পেশ করতে নির্দেশ দেওয়া হল।
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের অর্থ, মোবাইল পরিষেবা দেওয়া কোম্পানিগুলিকে পেপারভিত্তিক পদ্ধতির (গ্রাহকের সই, ছবি লাগানো কাগজের ফর্ম সংগ্রহ করে ভেরিফিকেশন সেন্টারে পাঠানো, গ্রাহকদের ফোন করে জমা দেওয়া নথি ক্রশ চেক করা) মতো বিকল্প ব্যবস্থায় ফিরে যেতে হবে। এক্ষেত্রে গোটা প্রক্রিয়ায় ২৪ থেকে ৩৬ ঘন্টা সময় লাগে।
ইউআইডিএআইয়ের সিইও অজয় ভূষণ পান্ডে বলেছেন, মসৃণ ভাবে আধার নির্ভর ব্যবস্থার ব্যবহার বন্ধ করা সুনিশ্চিত করতে কিছু পদ্ধতি মানতে হবে। কোম্পানিগুলিই সবচেয়ে ভাল বলতে পারবে, ঠিক কী কী দরকার, ১৫ অক্টোবরের মধ্যে তারা প্ল্যান জমা দিতে পারে। ইউআইডিএআইয়ের দিক থেকে বাড়তি কিছু করার দরকার হলে আমরা ওদের প্ল্যান পাওয়ার পর জানাব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement