এক্সপ্লোর
Advertisement
স্বাস্থ্যক্ষেত্রে সবচেয়ে বড় সঙ্কট মোকাবিলায় ভাল কাজ করছে ভারত, মন্তব্য রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধির
কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিও সংক্রমণ রোখার জন্য তৎপর।
নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের প্রশংসা করলেন এদেশে রাষ্ট্রপুঞ্জের রেসিডেন্ট কোঅর্ডিনেটর রেনাতা দেসালিয়েন। তিনি আজ জানিয়েছেন, ‘ভারতে রাষ্ট্রপুঞ্জের আধিকারিকরা সক্রিয়। করোনা ভাইরাস মোকাবিলায় ভারত সরকারকে আরও সাহায্য করতে তাঁরা তৈরি। আমার বিশ্বাস, আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে নিশ্চয়ই আমাদের জীবদ্দশায় স্বাস্থ্যক্ষেত্রে সবচেয়ে বড় সঙ্কট কাটিয়ে উঠতে পারব।’
করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিও সংক্রমণ রোখার জন্য তৎপর। রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন শাখা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ সরকারের সঙ্গে একযোগে কাজ করছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে দেখা করেন দেসালিয়েন ও ভারতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হেঙ্ক বেকেদাম। তাঁরা সরকারের ভূমিকার প্রশংসা করেন। এই ভাইরাসের বিষয়ে ভুল ধারণা দূর করার বিষয়েও তাঁরা আলোচনা করেছেন বলে জানিয়েছেন।
ভারতই শুধু নয়, করোনা ভাইরাস মোকাবিলায় আরও অনেক দেশের সরকারের সঙ্গেই একযোগে কাজ চালিয়ে যাচ্ছে রাষ্ট্রপুঞ্জ। ১ মার্চ সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে ১৫০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে রাষ্ট্রপুঞ্জ। কেন্দ্রীয় সরকারও সংক্রমণ রোধ করার জন্য সচেষ্ট। ভারতে লকডাউনের সিদ্ধান্ত ফলপ্রসূ হবে বলেই আশা রাষ্ট্রপুঞ্জ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিকদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement