UP Religious Conversion:নিজেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোক বলে দাবি ধর্মান্তরে অভিযুক্ত উমরের
এরপর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা সর্বোদয় ইন্টার কলেজ গোপালগঞ্জ থেকে করেছিলেন। পড়াশোনায় ভালো হওয়ায় তাঁকে তাঁর বাবা উত্তরাখণ্ডের জিবি পন্থ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছিলেন।
লখনউ: উত্তরপ্রদেশ পুলিশের এটিএস সোমবার ধর্মান্তর মামলায় মহম্মদ উমর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তি নিজেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের লোক বলে দাবি করেছেন। উমর গৌতম আদতে ফতেপুরের থিরিয়াব থানার রামওয়ান পান্থুয়া গ্রামের বাসিন্দা। তাঁর প্রকৃত নাম ছিল প্রতাপ সিংহ গৌতম। তিনি রাজপুত পরিবারের। জিজ্ঞাসাবাদে উমর এটিএসের কাছে দাবি করেছেন যে, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিংহর পরিবারের লোক। তাঁর দাবির সত্যতা যাচাইয়ের জন্য ফতেপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার বলেছেন, উমরের বাবা ধনরাজ সিংহ এডিও পঞ্চায়েত পদে নিযুক্ত ছিলেন। তিনি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন রামওয়ান পরিষদীয় স্কুলে। এরপর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা সর্বোদয় ইন্টার কলেজ গোপালগঞ্জ থেকে করেছিলেন। পড়াশোনায় ভালো হওয়ায় তাঁকে তাঁর বাবা উত্তরাখণ্ডের জিবি পন্থ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়েছিলেন। সেখানে নৈনিতালে হস্টেলে থাকার সময় তাঁর মাথায় চোট লেগেছিল। সেই সময় পাশের কামরার বাসিন্দা মুসলিম ছাত্র তাঁকে সাহায্য করেছিলেন। ওই পড়ুয়া উমরকে নিজের সাইকেলে বসিয়ে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। ওই পড়ুয়া উমরকে মাঝেমধ্য়েই মসজিদে নিয়ে যেত। ওই সময় উমর হিন্দিতে লেখা কোরান পড়ে প্রভাবিত হন। ১৯৮৪-তে ২০ বছর বয়সে নৈনিতালেই ধর্মান্তরিত হয়েছিলেন উমর।
উমরের পাঁচ ভাই রয়েছেন। তিনি জেলারই গাজিপুর থানা এলাকার একটি গ্রামে ক্ষত্রিয় পরিবারের রাজেশ কুমারীকে বিয়ে করেছিলেন। সেই সঙ্গে জানা গেছে, তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ও এক মুসলিম তরুণীর সঙ্গে নিকাহ করেছিলেন। তাঁর প্রথম স্ত্রী রাজেশ কুমারীর পরিবার যখন উমরের ধর্মান্তরিত হওয়ার বিষয়টি জানতে পারেন, তখন বেশ ঝামেলা হয়েছিল। পরে সমঝোতা হয়েছিল যে, উমর রাজেশ কুমারী ও তাঁদের সন্তানদের ধর্মান্তর করবেন না।
যদিও কিছুদিন পরেই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উমর দিল্লিতে চলে যান এবং তাঁদেরও ধর্মান্তরিত করেন। স্ত্রীর নাম রাখেন রাজিয়া। মেয়ের নামকরণ করেন তকদীশ ফতিমা ও ছেলের নাম রাখেন আদিল উমর। দিল্লিতেই ইসলামিক ওষুধ কেন্দ্র খুলে হিন্দুদের ধর্মান্তরিত করার কাজ শুরু করেন তিনি। এটিএস আধিকারিকরা জানিয়েছেন, ধর্মান্তরের কথা জানতে পারার পর উমরের বাবা তাঁর অন্য পাঁচ ছেলের সঙ্গে পরামর্শ করে তাঁকে পরিবার থেকে বের করে দেন। এটিএস উমর সম্পর্কে সমস্ত ধরনের তথ্য জানার চেষ্টা করছে।