এক্সপ্লোর
Advertisement
গুড মর্নিং বলায় ছাত্রদের মারার অভিযোগ, উত্তরপ্রদেশের স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা
শাহজাহানপুর: ধর্মীয় রীতিমাফিক সম্ভাষণের বদলে গুড মর্নিং বলায় ছাত্রদের মারধর করার অভিযোগে উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করল পুলিশ। অভিযুক্ত অধ্যক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শাহজাহানপুর জেলার প্রধান সচিব ও নোডাল অফিসার ডিম্পল বর্মা জানিয়েছেন, তিনি তিলহার অঞ্চলের বিহারী সেকেন্ডারি স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। ওই স্কুলের ছাত্রদের অভিযোগ, অধ্যক্ষ চাঁদ মিয়া নির্দেশ দিয়েছেন, তাঁকে ধর্মীয় রীতি মেনে সম্ভাষণ করতে হবে। কোনও ছাত্র গুড মর্নিং বললে তাকে মারবেন। মুখ্য উন্নয়ন আধিকারিক প্রেরণা শর্মাকে ষষ্ঠ শ্রেণির ছাত্র প্রিয়াংশু জানিয়েছে, অনেকেই ধর্মীয় রীতি মেনে সম্ভাষণ করতে পারে না। সেই কারণে তাদের মারধর করেন অধ্যক্ষ। ঘাড়ে আঘাতের চিহ্নও দেখিয়েছে প্রিয়াংশু।
বুনিয়াদি শিক্ষা আধিকারিক রাকেশ কুমার জানিয়েছেন, প্রিয়াংশুর শারীরিক পরীক্ষা করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ওই অধ্যক্ষ দোষী প্রমাণিত হয়েছেন। তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
তিলহার থানার স্টেশন হাউস অফিসার অশোক পাল জানিয়েছেন, প্রিয়াংশুর মা কমলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement