UP COVID-19 Cases: ১৩০ দিন হাসপাতালে ছিলেন, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনা আক্রান্ত
প্রায় এক মাস তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়। তবে শেষপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি।
মেরঠ: ১৩০ দিন হাসপাতালে থাকার পর অবশেষে ছাড়া পেলেন এক করোনা আক্রান্ত ব্যক্তি। এই ঘটনা উত্তরপ্রদেশের মেরঠের। এই করোনা আক্রান্ত ব্যক্তির নাম বিশ্বাস সাইনি। গত ২৮ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। শুরুতে তিনি বাড়িতেই ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নুটেমা হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর অবস্থা বেশ জটিল ছিল। প্রায় এক মাস তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়। তবে শেষপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিশ্বাস বলেছেন, ‘এতদিন পর বাড়ি ফিরে খুব ভাল লাগছে। পরিবারের সবাইকে এতদিন পরে দেখতে পেলাম। হাসপাতালে থাকার সময় যখন দেখছিলাম অনেকের মৃত্যু হচ্ছে, তখন সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। তবে চিকিৎসকরা আমাকে সাহস দিয়ে গিয়েছেন। তাঁরা আমাকে সুস্থ হয়ে ওঠার জন্য সবসময় অনুপ্রাণিত করেছেন।’
চিকিৎসক অবনীত রানা জানিয়েছেন, ‘গত ২৮ এপ্রিল বিশ্বাস সাইনির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। শুরুতে তাঁকে বাড়িতে রাখা হয়েছিল, কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। আমরা প্রায় এক মাস তাঁকে ভেন্টিলেটরে রেখেছিলাম। কারণ, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে মাত্র ১৬ হয়ে গিয়েছিল। তবে তাঁর মধ্যে বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি ছিল। সেই কারণেই তিনি ১৩০ দিন ধরে করোনার বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর আর দিনে তিন-চারঘণ্টা ধরে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন নেই। তবে অনেক রোগীরই করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর দিনে চারঘণ্টা অক্সিজেন নেওয়ার প্রয়োজন হয়।’
এদিকে, দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা সাড়ে চারশোর কাছাকাছি। দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছাড়াল ৩০ হাজারের গণ্ডি। স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩১ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩০,৫৭০। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৯২৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৩২৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩। দেশে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার ৪৭৪ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৮,৩০৩ জন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )