এক্সপ্লোর
Advertisement
বিশাল দুটি সাপের মরিয়া লড়াই, ভিডিও নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়
বিশাল দুটি সাপের লড়াই। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইউজারদের নজর কেড়ে নিয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন।
কলকাতা: বিশাল দুটি সাপের লড়াই। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইউজারদের নজর কেড়ে নিয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন। তিনি জানিয়েছেন, এই দুটি সাপ র্যাট স্নেক।
ভিডিওতে দেখা যাচ্ছে, লড়াইটা প্রথমে ছিল জলে। ছোট্ট একটা খাঁড়িতে একে অন্যকে পাকিয়ে পেড়ে ফেলতে মরিয়া লড়াই চলে দুটি সাপের। কিছুক্ষণ পরে ডাঙায় উঠে আসে দুটি সাপ। তখনও লড়াই নাছোড় দুটি সাপই। আধিপত্য বজায়ের এই লড়াই আক্ষরিক অর্থেই শিহরণ জাগানোর মতো।
নন্দা জানিয়েছেন, এই দুটি পুরুষ সাপ। এলাকা দখল ও সঙ্গীদের রক্ষার জন্যই এই লড়াই। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এ রকম কিছু দেখলে অনেকেই দুটি সাপের মিলন ভাবেন। এক্ষেত্রে কিন্তু তা নয়।
দুটি সাপের মধ্য কোনও একটি ধরাশায়ী না হওয়া পর্যন্ত এই লড়াই চলতে থাকে।
র্যাট স্নেক বিষধর নয়। শিকারকে কুণ্ডলী পাকিয়ে বাগে আনে এই সাপ। সাধারণ, ছোটখাটো ইঁদুরই এদের খাবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement