এক্সপ্লোর
Advertisement
হেরে গেছেন স্ত্রী, ভোটের আগে ভোটারদের বিলি করা টাকা ফেরত চাইলেন স্বামী
হায়দরাবাদ: ভোটে হেরে গিয়েছেন স্ত্রী। কাজেই ভোটের আগে ভোটারদের কাছে বিলি করা টাকা ফেরত চাইলেন স্বামী। এমনই একটি ভিডিও সামনে এসেছে। এমন ঘটনা ঘটেছে তেলঙ্গানায়। সেখানে সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছিলেন ওই ব্যক্তির স্ত্রী। তিনি ভোটে হেরে যান। ভিডিওতে ওই ব্যক্তিকে সুর্যপেট জেলার জাজিরেড্ডিগুডেম গ্রামের ভোটারদের কাছে টাকা ফেরত চাইতে দেখা গিয়েছে। ভি়ডিও সামনে আসার পর জেলার সরকারি আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন।
জেলার এক আধিকারিক বলেছেন, আমরা তদন্ত করছি।রেভিনিউ ডিভিশনাল অফিসার তদন্তের জন্য গিয়েছেন।
এই ঘটনায় নির্বাচনী আইন লঙ্ঘন হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
অভিযোগ, ভিডিওতে যাঁকে দেখা গিয়েছে তাঁর স্ত্রী গ্রামের ওয়ার্ড মেম্বার পদের জন্য ভোটে দাঁড়িয়েছিলেন। তেলঙ্গানায় তিন পর্বে পঞ্চায়েত ভোট গত বৃহস্পতিবার শেষ হয়েছে। প্রথম ও দ্বিতীয় দফার জন্য যথাক্রমে ২১ ও ২৫ জানুয়ারি ভোট নেওয়া হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement