এক্সপ্লোর
বাসা বাঁধতে দেওয়ালে ঠোক্কর ‘শহুরে’ কাঠঠোকরার! ভিডিও ভাইরাল
মানুষের আবাসনের ক্রম বিস্তার আশ্রয় কেড়ে নিচ্ছে পশুপাখিদের। বাসভূমি খুঁজে না পেয়ে বিকল্প খুঁজে নেওয়ার এমনই এক মর্মস্পর্শী ভিডিও সামনে এসেছে। ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা।

নয়াদিল্লি: মানুষের আবাসনের ক্রম বিস্তার আশ্রয় কেড়ে নিচ্ছে পশুপাখিদের। বাসভূমি খুঁজে না পেয়ে বিকল্প খুঁজে নেওয়ার এমনই এক মর্মস্পর্শী ভিডিও সামনে এসেছে। ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা। ক্যাপশনে তিনি লিখেছেন, শহুরে কাঠঠোকরা। বাসা বাঁধতে খুঁড়ছে কংক্রিটের দেওয়াল। এটা অবশ্যই খুবই করুণ। তবে এর আগে বোধগম্য হয়নি যে এর ঠোঁট এত শক্তিশালী। আইএফএস অফিসার কাঠঠোকরার ঠোঁটের জোর নিয়ে বিস্মিত হলেও কংক্রিটের দেওয়াল পাখিটির আস্তানার জন্য বেছে নেওয়ার জন্য দুঃখপ্রকাশ করেছেন। তিনি সমগ্র পরিস্থিতিকে আমাদের সবার জন্যই খুবই করুণ বলে উল্লেখ করেছেন। ভিডিওতে পাখিটিকে দেওয়ালে গর্ত করতে একটানা ঠোঁট দিয়ে ঠুকরে চলতে দেখা গিয়েছে। শেষপর্যন্ত পাখিটি একটা ছোট গর্ত খুঁড়ে ফেলতেও সক্ষম হয়।
এই দৃশ্য দেখে নেটিজেনদের অনেকেই দুঃখপ্রকাশ করেছেন। ক্লিপটি এখনও পর্যন্ত ২০ হাজারের বেশি ভিউ হয়েছে। কমেন্টস সেকশনে নিয়ে নেটিজেনরা তাঁদের মতামত প্রকাশও করেছেন। এক ইউজার লিখেছেন, ওদের জন্য দুঃখ হচ্ছে। এটা হয়ত কংক্রিটের দেওয়াল নয়। কিন্তু বাস্তবটা হল বাসা বাঁধতে যা পাচ্ছে, সেখানেই ঠোক্কর মারতে হচ্ছে পাখিটিকে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন যে, দেওয়ালটি কংক্রিটের নয়। সে কথা তাঁরা তাঁদের মতামতে জানিয়েওছেন।Urbanised woodpecker😳
— Susanta Nanda (@susantananda3) August 23, 2020
Digging for nest in a concrete wall must be a new low.Had never realised that it’s beak can be so strong .. pic.twitter.com/CI2HM3WHhQ
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















