এক্সপ্লোর
Advertisement
করোনার দ্বিতীয় টিকাকে অনুমোদন দিল রাশিয়া, ঘোষণা পুতিনের
এপিভ্যাক করোনা-র তৃতীয় পর্বের ট্রায়াল এখনও চলছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা জানিয়েছেন, খুব শীঘ্রই এই টিকার ৬০ হাজার ডোজ উৎপাদন করা হবে।
নয়াদিল্লি: বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক হিসাবে ১১ অগাস্ট রেজিস্ট্রেশন হয়েছিল রাশিয়ার স্পুটনিক ভি-এর নাম। দাবি করা হয়েছিল, এই টিকা ২৮ দিনের মধ্যেই শরীরে শক্তিশালী টি-সেল তৈরি করতে সক্ষম। যদিও তা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। স্পুটনিক ভি-এর কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই।
তারই মাঝে এবার করোনার দ্বিতীয় টিকা ‘এপিভ্যাক করোনা’কে অনুমোদন দিল রাশিয়া! বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দেন, করোনার দ্বিতীয় টিকাকে অনুমোদন দিয়েছেন তাঁরা। তিনি জানিয়েছেন, সাইবেরিয়ার ভেক্টর স্টেট ভাইরোলজি ও বায়োটেকনোলজি সেন্টার আবিষ্কৃত করোনার দ্বিতীয় টিকাকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে প্রথমে রাশিয়ার মানুষকেই টিকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পুতিন বলেছেন, ‘আমাদের প্রথম ও দ্বিতীয়, দুই টিকারই উৎপাদন আরও বাড়াতে হবে। আগে দেশের বাজারে টিকা আনতে হবে।’ ভিন দেশে টিকা পৌঁছে দিতে সংশ্লিষ্ট দেশের কোনও ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বিশ্বজুড়ে ১৪২টি করোনা প্রতিষেধকের প্রাথমিক পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল চলছে। তবে এগুলির হিউম্যান ট্রায়াল এখনও হয়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে শুরু করা হবে রুশ করোনা টিকা স্পুটনিক ভি-এর হিউম্যান ট্রায়াল। জানা গিয়েছে, প্রায় ২,০০০ স্বেচ্ছাসেবকের শরীরে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের কথা ভাবা হচ্ছে।
জানা গিয়েছে, এপিভ্যাক করোনা-র তৃতীয় পর্বের ট্রায়াল এখনও চলছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা জানিয়েছেন, খুব শীঘ্রই এই টিকার ৬০ হাজার ডোজ উৎপাদন করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement