এক্সপ্লোর
Advertisement
বিরাট কোহলির উপহার দেওয়া ব্যাট চুরি করে নেন আসগর আফগান, জানালেন রশিদ খান
বিশ্বকাপে ভাল খেলতে মরিয়া রশিদ। সম্প্রতি এই লেগস্পিনারের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর।
লন্ডন: বিরাট কোহলি তাঁকে যে ব্যাট উপহার দিয়েছিলেন, সেটা চুরি করে নেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। এমনই জানালেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান। তিনি অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ব্যাটিং শিখতে গেলে ভাল ব্যাট থাকা দরকার। আমাকে কয়েকজন ব্যাট উপহার দিয়েছিলেন। একটি ব্যাট দিয়েছিলেন বিরাট (কোহলি)। এছাড়া ডেভি (ডেভিড ওয়ার্নার), কে এল রাহুলও ব্যাট দেন। সেই ব্যাটগুলি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই ব্যাটগুলি আমাকে বিশ্বকাপে রান করতে সাহায্য করবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আমি ফ্লিক করে বাউন্ডারি মারার চেষ্টা করি। তবে সেটি ছক্কা হয়ে যায়। আমি অবাক হয়ে গিয়েছিলাম। ব্যাটটির প্রতি আমার ভালবেসা জন্মে যায়। কিন্তু আমি প্যাভিলিয়নে ফেরার পরেই প্রাক্তন অধিনায়ক আসগর আফগান বলেন, ‘ব্যাটটি আমাকে দাও।’ আমি না বলি। কিন্তু ততক্ষণে তিনি ব্যাটটি নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলেন। একজন বিশেষ খেলোয়াড়ের কাছ থেকে আমি বিশেষ ব্যাগ উপহার পেয়েছিলাম। আশা করি আসগর ওই ব্যাট নিয়ে ভাল খেলতে পারবেন না এবং আমাকে ব্যাটটি ফেরত দিয়ে দেবেন।’
Afghan superstar Rashid Khan has a habit of collecting great players' bats, however, one has been stolen! He tells the story... pic.twitter.com/pj97NuunFP
— cricket.com.au (@cricketcomau) June 1, 2019
আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে আফগানিস্তান। বিশ্বকাপে ভাল খেলতে মরিয়া রশিদ। সম্প্রতি এই লেগস্পিনারের প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। তাঁর পরামর্শ, ৫০ ওভারের ম্যাচকে টেস্ট ভেবে আক্রমণাত্মক ফিল্ডিং সাজানো উচিত রশিদের। তিনি বিশ্বকাপে অনেক হিসেব বদলে দিতে পারেন বলে আশা সচিনের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement