এক্সপ্লোর
Advertisement
দেখুন, লকডাউনের মধ্যে অভুক্তকে নিজেদের খাবার দিলেন পুলিশকর্মীরা, প্রশংসা যুবরাজের
শুক্রবার দেশের ৪০ জন প্রথমসারির ক্রীড়াব্যক্তিত্বর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের মধ্যে যুবরাজও ছিলেন।
নয়াদিল্লি: করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। এর ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। রাস্তায় তেমনই একজন অভুক্ত ব্যক্তিকে দেখতে পেয়ে নিজেদের খাবার তাঁকে দিলেন পুলিশকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা যুবরাজ সিংহ। তিনি লিখেছেন, ‘পুলিশকর্মীদের এই ধরনের মানবিক আচরণ দেখে মন ভরে গেল। এই কঠিন সময়ে নিজেদের খাবার ভাগ করে নেওয়ার মাধ্যমে যে দয়া দেখিয়েছেন তাঁরা, এর জন্য শ্রদ্ধা জানাই।’
১৪ তারিখ মধ্যরাত পর্যন্ত লকডাউন জারি হয়েছে। এরই মধ্যে শুক্রবার দেশের ৪০ জন প্রথমসারির ক্রীড়াব্যক্তিত্বর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের মধ্যে যুবরাজও ছিলেন। দেশের আরও অনেক ব্যক্তিত্বের মতো তিনিও সবাইকে লকডাউনের সময় বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনকে অর্থসাহায্য করার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন যুবরাজ ও হরভজন সিংহ। তাঁরা অবশ্য সেই সমালোচনার জবাব দেন। যুবরাজ জানান, তিনি কারও অনুভূতিতে আঘাত করতে চাননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement