এক্সপ্লোর
গণপিটুনি বন্ধে নতুন বিল আনছে রাজ্য, ২ জন বা তার বেশি হামলা করলেই মামলা, মৃত্যু হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা
গণপিটুনি রোধে ২০১৮-র ১৭ জুলাই সুপ্রিম কোর্ট প্রতিটি রাজ্যকেই নতুন করে আইন তৈরির নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালতের নির্দেশের দুবছর পর আইন আনতে উদ্যোগী হল রাজ্য সরকার।
![গণপিটুনি বন্ধে নতুন বিল আনছে রাজ্য, ২ জন বা তার বেশি হামলা করলেই মামলা, মৃত্যু হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা WB government to bring new bill to stop lynching, proposes life imprisonment and penalty গণপিটুনি বন্ধে নতুন বিল আনছে রাজ্য, ২ জন বা তার বেশি হামলা করলেই মামলা, মৃত্যু হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/24190023/lynching.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গণপিটুনি বন্ধ করতে নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। বিলে থাকছে কঠোর শাস্তির নিদান। এই মর্মে মঙ্গলবার বিধায়কদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল প্রিভেনশন অব লিঞ্চিং বিল ২০১৯-এর খসড়া বিলি করা হল। বিধানসভা সূত্রে খবর, প্রস্তাবিত বিলে বলা হয়েছে, গণপ্রহারে কেউ আহত হলে দোষীদের ৩ বছর পর্যন্ত জেল বা ৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। অথবা একসঙ্গে দুটোই কার্যকর হবে। গণপিটুনিতে কারও আঘাত গুরুতর হলে দোষীদের ১০ বছর কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ডের সংস্থান থাকছে। অথবা, ২৫ হাজার টাকা থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। এক্ষেত্রেও একসঙ্গে দুটো শাস্তিরও বিধান থাকছে। গণপ্রহারে কারও মৃত্যু হলে বা খুনের উদ্দেশে মারা হলে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড থেকে ১ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে। অথবা, দুটোই একসঙ্গে কার্যকর হবে।
বিধানসভা সূত্রে আরও জানা গেছে, ২জন বা তার বেশি হামলা করলেই গণপ্রহারের মামলা দায়ের করতে হবে। গণপিটুনির অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। গণপ্রহার মামলার তদন্তে কমিশনারেটের ক্ষেত্রে নোডাল অফিসার হবেন পুলিশ কমিশনার এবং জেলার ক্ষেত্রে পুলিশ সুপার। ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারই তদন্তকারী আধিকারিক হতে পারবেন।
গণপিটুনি রোধে ২০১৮-র ১৭ জুলাই সুপ্রিম কোর্ট প্রতিটি রাজ্যকেই নতুন করে আইন তৈরির নির্দেশ দেয়। সর্বোচ্চ আদালতের নির্দেশের দুবছর পর আইন আনতে উদ্যোগী হল রাজ্য সরকার। বিধানসভা সূত্রে জানা গেছে, শুক্রবার এই বিল নিয়ে আলোচনা হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)