West Bengal Corona LIVE: ‘জরুরি ক্ষেত্রে আরটিপিসিআর টেস্টে কোনও দেরি করা যাবে না',নির্দেশ রাজ্যের
Get Latest West Bengal Coronavirus Live Updates: ২০ হাজারের গণ্ডি টপকে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২১ হাজার ছুঁইছুইঁ।
LIVE
Background
রাজ্যে আরও ঝাঁকিয়ে বসছে করোনার কালো মেঘ। ২০ হাজারের গণ্ডি টপকে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২১ হাজার ছুঁইছুইঁ। বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। এই সময়পর্বে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১২৯ জন রাজ্যবাসীর। একলাফে ১ হাজার ৫২৯ জন বেড়ে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজার ২১৩ জনে।
আশঙ্কার মাঝে অবশ্য স্বস্তির খবরও যথেষ্ট। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনামুক্তির হার পৌঁছে গেল ৮৬.৬৮ শতাংশে।
গত একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৭০ হাজার ৪৭৩টি। যার মধ্যে ২১ হাজার ৮৩৯ জনের রিপোর্ট পজিটিভ। যার ফলে এই মুহূর্তে রাজ্যের সংক্রমণের হার ৯.৫৬ শতাংশ। আগের কয়েকদিনের মধ্যেই সংক্রমণের হারে রাজ্যের জেলাগুলির মধ্যে সবথেকে বেশি উত্তর ২৪ পরগণায়। আর মৃত্যুতে কলকাতা।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৩১ জন। কলকাতায় সংখ্যাটা ৩ হাজার ৯২৪ জন। এদিকে এই সময়পর্বে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৯ জন। উত্তর ২৪ পরগণায় ২৫ জন। কলকাতা, উত্তর ২৪ পরগণার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুরের জেলা।
বুধবার রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছিলেন ২০ হাজার ৩৭৭ জন। পাশাপাশি এই সময়পর্বে রাজ্যে মৃতের সংখ্যা ছিল ১৩৫। মঙ্গলবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ২০ হাজার ১৩৬ জন। এই সময়পর্বে রাজ্যে ১৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল।সোমবার করোনা সংক্রমিত হয়েছিলেন ১৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছিল ১৩৪ জনের। গত রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ১৯ হাজার ৪৪১ জন। প্রাণ হারিয়েছিলেন ১২৪ জন রাজ্যবাসীর। আর শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৯ হাজার ৪৩৬ জন। একদিনে করোনায় ১২৭ জনের মৃত্যু হয়েছিল। শতাধিক মৃত্যুর যে রেশ অব্যাহত রইল।
West Bengal Corona LIVE: ‘জরুরি ক্ষেত্রে আরটিপিসিআর টেস্টে কোনও দেরি করা যাবে না',নির্দেশ রাজ্যের
‘জরুরি ক্ষেত্রে আরটিপিসিআর টেস্টে কোনও দেরি করা যাবে না।জরুরি ভিত্তিতে ল্যাবে নমুনা পাঠাতে হবে, রিপোর্ট দিতে হবে। কোন নমুনাগুলো জরুরি, তাও দ্রুত চিহ্নিত করতে হবে।’সরকারি, বেসরকারি সমস্ত হাসপাতালকে নির্দেশ রাজ্য সরকারের। পাড়ায় পাড়ায় আইসোলেশন সেন্টার, সেফ হোম করার পরামর্শ।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সমাজকল্যাণ সংগঠনগুলিকে পরামর্শ। পাড়ায় সেফ হোম করলে সহযোগিতার আশ্বাস রাজ্য সরকারের।
West Bengal Corona LIVE: এবিপি আনন্দের খবরের জের, টাকা ফেরাল অ্যাম্বুল্যান্স,কোন্নগরকাণ্ডে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ
এবিপি আনন্দের খবরের জের, টাকা ফেরাল অ্যাম্বুল্যান্স।কোন্নগরকাণ্ডে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, টাকা ফেরাল অ্যাম্বুল্যান্স।বাড়তি ২০ হাজার টাকা ফেরালেন অ্যাম্বুল্যান্সের মালিক।চন্দননগর ফাঁড়িতে এসে টাকা ফেরালেন অ্যাম্বুল্যান্সের মালিক।করোনা আক্রান্তের চিকিৎসা নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর।চিকিৎসায় যাতে কোনও অসুবিধে না হয় দেখতে নির্দেশ: সূত্র
West Bengal Corona LIVE: অ্যাম্বুল্যান্সের পর এবার নার্সিংহোমের বিল মেটাতেও ‘বন্ধক’!
অ্যাম্বুল্যান্সের পর এবার নার্সিংহোমের বিল মেটাতেও ‘বন্ধক’! শ্রীরামপুরের তৃণমূল সাংসদের উদ্যোগে কোভিড হাসপাতালে বেড মিললেও নার্সিংহোম থেকে বেরোতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিল বকেয়া থাকায় করোনা রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরে বাধা দেওয়ার অভিযোগ। ‘বাড়ির কাউকে রেখে গেলে, তবেই নার্সিংহোমে থেকে রোগী ছাড়া হবে’।‘বকেয়া টাকা না মেটালে রোগী ছাড়া যাবে না বলে অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে’।পুলিশ গিয়ে রোগীকে নার্সিংহোম থেকে কোভিড হাসপাতালে নিয়ে যায়।
West Bengal Corona LIVE: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২১ হাজার ছুঁইছুঁই, মৃত ১৩৬
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২১ হাজার ছুঁইছুঁই।রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২০ হাজার ৮৪৬।রাজ্যে টানা ১১ দিন করোনায় শতাধিক মৃত্যু।রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ১৩৬ জনের মৃত্যু।
West Bengal Corona LIVE: করোনায় রাজ্যে একদিনে ৪ চিকিৎসকের মৃত্যু
করোনায় রাজ্যে একদিনে ৪ চিকিৎসকের মৃত্যু।ঢাকুরিয়া আমরিতে প্যাথলজিস্ট সুবীর দত্তর মৃত্যু।অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক উত্পল সেনগুপ্তের মৃত্যু।সংক্রমিত হয়ে চিকিৎসক সন্দীপন মণ্ডল, সতীশ ঘাটার মৃত্যু।করোনায় মৃত্যু মুর্শিদাবাদের তরুণ চিকিৎসক সন্দীপন মণ্ডলের।এনআরএসের প্রাক্তন চিকিৎসক সতীশ ঘাটার মৃত্যু।বারাসাত হাসপাতালের চিকিৎসক ছিলেন উৎপল সেনগুপ্ত