WB Corona LIVE: রাজ্যে ৮ হাজারের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ
Get Latest West Bengal Coronavirus Live Updates: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৮ জন
LIVE

Background
West Bengal Corona LIVE: চিন্তায় রাখছে পজিটিভিটি রেট
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৭১ হাজার ২০৬টি। যার মধ্যে ৭ হাজার ৯১৩ টি স্যাম্পেল পজিটিভ। আর সেই পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে করোনার পজিটিভিটি রেট ১১.১০ শতাংশ।
WB Corona LIVE: গত একদিনে রাজ্যে করোনামুক্ত ১৬ হাজার ৫৫৭ জন
গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৫৫৭ জন। যার সুবাদে একধাক্কায় ৮ হাজার ৭৫৭ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৩ জনে। রাজ্যের মোট ডিসচার্জ রেট নেমেছে ৯৫.১১ শতাংশে।
West Bengal Corona LIVE: রাজ্যে ৮ হাজারের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ
রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত ৭ হাজার ৯১৩ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ১১৩ জনের।
WB Corona LIVE: খুলল রেস্তোরাঁ
অল্প সময়ের জন্য হলেও, ফিরল রেস্তোরাঁ বিলাস। রাজ্য সরকারের নির্দেশের পরই, আজ বিকেলে খুলল কলকাতার বেশ কিছু রেস্তোরাঁ। হাজির হলেন ক্রেতারাও।
West Bengal Corona LIVE: আগামী সোমবার থেকে রাজ্যে দেওয়া হবে স্পুটনিক ভি ভ্যাকসিন
আগামী সোমবার থেকে রাজ্যে দেওয়া হবে স্পুটনিক ভি ভ্যাকসিন। কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে দেওয়া হবে স্পুটনিক ভ্যাকসিন। স্পুটনিক ভি ভ্যাকসিনের দুটি করে ডোজ দেওয়া হবে। স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম ১২৫০ টাকা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
