এক্সপ্লোর
মধ্যপ্রদেশে বন্দেমাতরম না গাওয়া নিয়ে কংগ্রেস সরকারকে খোঁচা বিজেপির
ভোপাল: সচিবালয়ে দিনের শুরুতে বন্দেমাতরম গাওয়া নিয়ে এবার সরগরম মধ্যপ্রদেশের রাজনৈতিক মহল। আগের সরকারের রীতি মেনে কংগ্রেস সরকারের প্রতিনিধিরা মধ্যপ্রদেশের সরকারি সচিবালয় বল্লভ ভবনে মাসের প্রথম দিন বন্দেমাতরম গাননি। তাতেই চটেছে বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানিয়েছেন, এ-বছর বিধানসভার কাজ শুরু হচ্ছে ৭ জানুয়ারি। ওইদিন বিজেপি বিধায়করা সকলে বন্দেমাতরম গেয়ে কাজ শুরু করবেন।
সচিবালয়ে মাসের প্রথম দিন সকালে এই গান না গাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, তাঁরা এই রীতি ফিরিয়ে আনবেন, কিন্তু নতুন ভাবে।তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করে শিবরাজ সিংহ চৌহান বলেন, কংগ্রেস যদি বন্দেমাতরম গাইতে লজ্জা বোধ করে, কিংবা গানের কথা ঠিকমতো না জেনে থাকে, তাহলে মাসের প্রথমদিন তিনি ও অন্যান্য বিজেপি বিধায়করা সচিবালয়ে গিয়ে গানটি গেয়ে আসবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই মন্দির ও বন্দেমাতরম নিয়ে রাজনীতি করে থাকে। তাঁরা বন্দেমাতরম গাওয়ার অভ্যেসটি শিগগিরিই ফিরিয়ে আনবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement