এক্সপ্লোর
Advertisement
এই ৫ জায়গায় জীবন কাটান, বলছেন চাণক্য
সেখানে থাকুন, যেখানকার মানুষের মধ্যে লজ্জাবোধ আছে।
কলকাতা: নিজের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে আচার্য চাণক্য রচনা করেন চাণক্য শাস্ত্র। তাঁর লেখা সেই সব নীতি আজও প্রাসঙ্গিক। কোথায়, কীভাবে থাকা উচিত, তা বিশদে ব্যাখ্যা করেন তিনি। চলুন দেখা যাক।
১. তেমন জায়গায় কখনও থাকা উচিত নয়, যেখানে উপার্জনের বিশেষ উপায় নেই। কারণ বাঁচার জন্য উপার্জন করা জরুরি। যেখানে কাজকর্মের সুবিধে, সেখানেই থাকুন।
২. মানুষের মধ্যে ভয় থাকা প্রয়োজন। অন্যায় কাজের পরিণাম ভেবে ভয় পান। তাই এমন জায়গায় থাকা উচিত নয়, যেখানকার মানুষের কোনও কিছুতে ভয় নেই। ভয় না থাকলে সমাজে অরাজকতা বাড়ে।
৩. লজ্জা থাকা অত্যন্ত জরুরি, বলছেন চাণক্য। যে নির্লজ্জ, সে কারও সম্মান করে না, সম্মান পায়ও না। তাই সেখানে থাকুন, যেখানকার মানুষের মধ্যে লজ্জাবোধ আছে।
৪. বুদ্ধিমানদের সঙ্গে থাকুন। তাঁদের সঙ্গেই সময় কাটান। কৌটিল্য শাস্ত্র বলছে, ভুল করেও মূর্খদের মধ্যে যাবেন না। তাদের সঙ্গে সময় কাটানোর থেকে একা থাকা ভাল। যেখানে বুদ্ধি ও বিবেক আছে, সেখানেই থাকুন।
৫. জীবনে দান দক্ষিণার মহত্ব অনেক। তাই তাঁদের মধ্যে থাকুন যাঁরা ধর্মকর্ম পালন করেন, দানের প্রবৃত্তি রয়েছে। চাণক্য বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement