এক্সপ্লোর
টেন পিপল ইউ ডোন্ট হ্যাভ টু মেস উইথ- পুতিন, বেয়ার গ্রিলসের সঙ্গে বিশ্ব তালিকায় বিদ্যুৎ জামওয়াল
মডেল ও বলিউডি অ্যাকশন তারকা হওয়ার আগে বিদ্যুৎ ২৫টি দেশে ঘুরে কালারিয়াপাত্তুর লাইভ অ্যাকশন শো করেন। ২০১৮ সালে বিশ্বের সেরা ৬ মার্শাল আর্টিস্টের মধ্যে জায়গা পান তিনি।

মুম্বই: যে ১০ জনের সঙ্গে আপনার ঝামেলায় জড়ানো উচিত নয়। গোটা বিশ্বের এমন দশজনের মধ্যে জায়গা করে নিয়েছেন বলিউড তারকা বিদ্যুৎ জামওয়াল। তিনি ছাড়া এই তালিকায় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেয়ার গ্রিলস। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন বিদ্যুৎ। চমকপ্রদ এই সাফল্যে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
Thankyou..JAIHIND https://t.co/a9f4Zd4Cjr
— Vidyut Jammwal (@VidyutJammwal) July 21, 2020
৩ বছর বয়স থেকে দক্ষিণী মার্শাল আর্ট কালারিপায়াত্তু শেখেন বিদ্যুৎ। লিখেছেন, আমার জন্য কেউ একটা পার্টি দিক। Somebody please throw a party for me🇮🇳😄 https://t.co/4H0pW4L6zj
— Vidyut Jammwal (@VidyutJammwal) July 21, 2020
মডেল ও বলিউডি অ্যাকশন তারকা হওয়ার আগে বিদ্যুৎ ২৫টি দেশে ঘুরে কালারিয়াপাত্তুর লাইভ অ্যাকশন শো করেন। ২০১৮ সালে বিশ্বের সেরা ৬ মার্শাল আর্টিস্টের মধ্যে জায়গা পান তিনি। তাঁর আগামী ছবি অ্যাকশন থ্রিলার খুদা হাফিজ, এতে তাঁর সঙ্গে দেখা যাবে শিবালিকা ওবেরয় ও অহনা কুমরাকে। ছবিটি মুক্তি পাবে ডিজনি+হটস্টারে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















